নিরুপায় করণ , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !

Last Updated:

সম্প্রতি, একটি সাক্ষাৎকাপ করণ জোহরকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও সেলিব্রিটি আছেন যাঁকে তিনি আনতে চান শোতে কিন্তু আনতে পারেননি? উত্তরে পরিচালক-প্রযোজক জানান, 'আছে অবশ্যই'!

নিরুপায় করনও , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !
নিরুপায় করনও , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !
#মুম্বই: বলিউডের তাবর তাবর সেলিব্রেটি, 'কফি উইথ করণ' অনুষ্ঠানে আসার জন্য মরিয়া ৷ সম্প্রতি, একটি সাক্ষাৎকারে করণ জোহরকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও সেলিব্রিটি আছেন যাঁকে তিনি আনতে চান শোতে কিন্তু আনতে পারেননি? উত্তরে পরিচালক-প্রযোজক জানান, 'আছে অবশ্যই'! 'কভি খুশি কভি গম'-এর ক্যাপ্টেনের কথা শুনে খোদ সঞ্চালকেরও চোখ কপালে উঠেছে! বলেন কী তিনি? যে-শোয়ে আসার জন্য বলি-তারকারা রীতিমতো কান্না জোড়েন, যে-শোয়ে দেওয়া উপহার নিয়ে কার্যত চলে মারামারি, সেই শোয়ে আসতে নারাজ এমনও কেউ আছেন না কী!
অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন করণ নিজেই, জানালেন সেই দুই সেলিব্রিটির নাম! করণের ভাষায়, "আমি একবার রেখা ম্যাম-কে কফি উইথ করণ-এ আসার অনুরোধ করেছিলাম। তিনি রাজি হন নি। সেই মুহূর্তে হয়তো খানিক খারাপ লেগেছিল, পরে বুঝেছিলাম, কোথাও হয়তো রেখা ম্যাম-ই ঠিক! তাঁকে ঘিরে এক অদ্ভুত রহস্য-মাখা সৌন্দর্য্য আছে, এই প্রজন্মের কচিকাঁচারাও রেখ-ম্যাজিক থেকে বের হতে পারেননি, সেই 'যাদু' টা অটুট রাখতে চান ম্যাম! সেই একবারই, আর কখনও ম্যামকে অনুরোধ করিনি।''
advertisement
advertisement
সাক্ষাৎকারে করণ জানান, তাঁর শোয়ে এখনও দেখা মেলেনি পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়ার! করণের কথায়, '"আমার মনে হয় না আমি চাইলেও আদিকে কখনও আমার শোতে আনতে পারব! ইনফ্যাক্ট, ওকে অনুরোধ করার সাহসও আমার নেই!''
আরও পড়ুন : ফের চাঁদনি রাতে আসবে 'টুম্পা', 'রেস্ট ইন প্রেম ২'-তে সুমনার সঙ্গে সায়ন-দীপাংশুওhh
'কফি উইথ করণ' ২০০৫ সালে স্টার ওয়ার্ল্ডে সম্প্রচার শুরু হয়েছিল। গত মাসে সাত নম্বর সিজন শুরু হয়েছে 'কফি উইথ করণ'-এর৷কফি উইথ করণ'-এর শেষ এপিসোডে ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা অতিথি হিসেবে ছিলেন। এই সপ্তাহে, দেখা যাবে কবির সিং-এর অভিনেতা-অভিনেত্রী শহিদ কাপুর এবং কিয়ারা আডবানিকে। প্রতি বৃহস্পতিবার মধ্যরাতে অনুষ্ঠানের নতুন পর্বগুলো দেখা যায় ডিজনি+ হটস্টারে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিরুপায় করণ , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement