নিরুপায় করণ , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !

Last Updated:

সম্প্রতি, একটি সাক্ষাৎকাপ করণ জোহরকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও সেলিব্রিটি আছেন যাঁকে তিনি আনতে চান শোতে কিন্তু আনতে পারেননি? উত্তরে পরিচালক-প্রযোজক জানান, 'আছে অবশ্যই'!

নিরুপায় করনও , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !
নিরুপায় করনও , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !
#মুম্বই: বলিউডের তাবর তাবর সেলিব্রেটি, 'কফি উইথ করণ' অনুষ্ঠানে আসার জন্য মরিয়া ৷ সম্প্রতি, একটি সাক্ষাৎকারে করণ জোহরকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও সেলিব্রিটি আছেন যাঁকে তিনি আনতে চান শোতে কিন্তু আনতে পারেননি? উত্তরে পরিচালক-প্রযোজক জানান, 'আছে অবশ্যই'! 'কভি খুশি কভি গম'-এর ক্যাপ্টেনের কথা শুনে খোদ সঞ্চালকেরও চোখ কপালে উঠেছে! বলেন কী তিনি? যে-শোয়ে আসার জন্য বলি-তারকারা রীতিমতো কান্না জোড়েন, যে-শোয়ে দেওয়া উপহার নিয়ে কার্যত চলে মারামারি, সেই শোয়ে আসতে নারাজ এমনও কেউ আছেন না কী!
অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন করণ নিজেই, জানালেন সেই দুই সেলিব্রিটির নাম! করণের ভাষায়, "আমি একবার রেখা ম্যাম-কে কফি উইথ করণ-এ আসার অনুরোধ করেছিলাম। তিনি রাজি হন নি। সেই মুহূর্তে হয়তো খানিক খারাপ লেগেছিল, পরে বুঝেছিলাম, কোথাও হয়তো রেখা ম্যাম-ই ঠিক! তাঁকে ঘিরে এক অদ্ভুত রহস্য-মাখা সৌন্দর্য্য আছে, এই প্রজন্মের কচিকাঁচারাও রেখ-ম্যাজিক থেকে বের হতে পারেননি, সেই 'যাদু' টা অটুট রাখতে চান ম্যাম! সেই একবারই, আর কখনও ম্যামকে অনুরোধ করিনি।''
advertisement
advertisement
সাক্ষাৎকারে করণ জানান, তাঁর শোয়ে এখনও দেখা মেলেনি পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়ার! করণের কথায়, '"আমার মনে হয় না আমি চাইলেও আদিকে কখনও আমার শোতে আনতে পারব! ইনফ্যাক্ট, ওকে অনুরোধ করার সাহসও আমার নেই!''
আরও পড়ুন : ফের চাঁদনি রাতে আসবে 'টুম্পা', 'রেস্ট ইন প্রেম ২'-তে সুমনার সঙ্গে সায়ন-দীপাংশুওhh
'কফি উইথ করণ' ২০০৫ সালে স্টার ওয়ার্ল্ডে সম্প্রচার শুরু হয়েছিল। গত মাসে সাত নম্বর সিজন শুরু হয়েছে 'কফি উইথ করণ'-এর৷কফি উইথ করণ'-এর শেষ এপিসোডে ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা অতিথি হিসেবে ছিলেন। এই সপ্তাহে, দেখা যাবে কবির সিং-এর অভিনেতা-অভিনেত্রী শহিদ কাপুর এবং কিয়ারা আডবানিকে। প্রতি বৃহস্পতিবার মধ্যরাতে অনুষ্ঠানের নতুন পর্বগুলো দেখা যায় ডিজনি+ হটস্টারে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিরুপায় করণ , "কফি উইথ করণ"-এ আসতে নারাজ এই দুই তারকা !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement