ফের চাঁদনি রাতে আসবে 'টুম্পা', 'রেস্ট ইন প্রেম ২'-তে সুমনার সঙ্গে সায়ন-দীপাংশুও

Last Updated:

কলাকুশলীর দলে থাকছে সেই মূল কাণ্ডারীরা। সুমনা দাস (পর্ণা ওরফে 'টুম্পা'), সায়ন ঘোষ এবং দীপাংশু আচার্য। এ বার থাকছেন অভিনেতা অমিত সাহা, দীপক দাস প্রমুখ।

#কলকাতা: করোনার অতিমারিতে বিদ্ধ গোটা পৃথিবী। আচমকা বাংলার বুকে চাঁদনি রাতে 'টুম্পা' এসে সকলকে হাসিয়ে, মাতিয়ে, নাচিয়ে চলে গেল। দু'বছর পেরিয়ে গেল, কিন্তু মানুষ এখনও 'টুম্পা সোনা'র জ্বরে কাবু। সেই জ্বরের রেশ থাকতে না থাকতেই 'টুম্পা' হাজির নতুন বেশে, নতুন রূপে, নতুন নামে। আসছে অরিজিৎ সরকার পরিচালিত 'রেস্ট ইন প্রেম' ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। শুরু হতে চলেছে শ্যুটিং।
কলাকুশলীর দলে থাকছে সেই মূল কাণ্ডারীরা। সুমনা দাস (পর্ণা ওরফে 'টুম্পা'), সায়ন ঘোষ এবং দীপাংশু আচার্য। এ বার থাকছেন অভিনেতা অমিত সাহা, দীপক দাস প্রমুখ।
advertisement
তবে এ বার 'টুম্পা' থাকছে তো?
advertisement
সুমনার কথায়, ''আমরা 'টুম্পা' গানটা বানিয়েছিলাম সিরিজের প্রচারের জন্য। সিরিজে আমার নাম ছিল পর্ণা। কিন্তু গানটা এমন হিট হয়ে গেল যে আমি 'টুম্পা'ই হয়ে গেলাম। তো এ বার পর্ণা তো অবশ্যই থাকবে। 'টুম্পা'ও থাকবে। কিন্তু সেই নামে থাকবে না। অন্য কোনও নামে, অন্য কোনও বেশে আসবে। 'টুম্পা'র জায়গায় 'চম্পা', 'পম্পা' নানা কিছু হতে পারে। 'টুম্পা' তো এক এবং অদ্বিতীয়। তবে কথা দিচ্ছি, মানুষ হতাশ হবেন না। আগের সিজনে যে ভাবে আমাদের ভালবেসেছেন, হলফ করে বলব, এ বারও ভালবাসবেন। জমদমাটি দ্বিতীয় সিজন নিয়ে আসছি আমরা।''
advertisement
এর বেশি এখনই কিছু বলতে পারবেন না সুমনা। তবে আশ্বাস দিয়েছেন, অনুমতি পেলেই দর্শকদের সামনে সব তথ্য খোলসা করবেন সকলের প্রিয় 'টুম্পা'। সম্ভবত কালীপুজোতেই নতুন সিজন আসতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের চাঁদনি রাতে আসবে 'টুম্পা', 'রেস্ট ইন প্রেম ২'-তে সুমনার সঙ্গে সায়ন-দীপাংশুও
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement