Tumpa Sona: ফের নতুন মোড়কে বাংলা কাঁপাতে আসছে 'টুম্পা সোনা'...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Tumpa Sona: এবার কী সেই টুম্পাই আবার ফিরছে বাংলা বিনোদনে আগুন ছড়াতে? তার নতুন প্রেমিক সঙ্গীটিই বা কে?
‘ও টুম্পা সোনা, যারা হাম্পি দেনা, আমি মাইরি বলছি আর খৈনি খাব না!’ গত বছর গোটা নেটদুনিয়া মজে ছিল ‘টুম্পা সোনা’ আর তাঁর প্রেমিকের আকুল আবদারে। টুম্পার প্রেমিক কথা দিয়েছিল খৈনি খাবে না, কিন্তু হাম্পি খেতে একেবারেই কোনও বাধা নেই। এবার কী সেই টুম্পাই আবার ফিরছে বাংলা বিনোদনে আগুন ছড়াতে? তার নতুন প্রেমিক সঙ্গীটিই বা কে?
advertisement
advertisement
advertisement
গতবছর ইউটিউবে মুক্তি পায় কনফিউজড পিকচারের প্রথম ওয়েব সিরিজ 'রেস্ট ইন প্রেম'। এই ওয়েব সিরিজেই প্রচারমূলক গান হিসেবে তৈরি হয়েছিল ‘টুম্পা সোনা’ গানটি। তবে রাতারাতি এই গানটি জনপ্রিয় হয়ে ওঠে। এমনকী, গানটা দুর্বার গতিতে ভাইরাল হয়। এমনই অবস্থা হয় যে গানটা ভাইরাল হওয়ার পরই অনেকে জানতে পারেন এটি একটা ওয়েব সিরিজের গান।
advertisement
advertisement
advertisement
এই সিরিজে কিরণ ছাড়াও রয়েছেন অমিত সাহা, সায়ন ঘোষ, এবং শ্রেয়া ভট্টাচার্য। এই শ্রেয়াই হলেন এবারের নতুন টুম্পা। জানা গিয়েছে, কিরণ এই সিরিজে একজন কৃষি দফতরের আধিকারিক। যে শহর থেকে গ্রামে এসেছে। গল্পে রয়েছে টুইস্টের পর টুইস্ট। শুধু তাই নয়, এই সিরিজে নতুন 'টুম্পা' গানটি গাইবেন কিরণ নিজেই। চলছে জোরকদমে শুটিং ও প্রস্তুতি।