Tumpa Sona: ফের নতুন মোড়কে বাংলা কাঁপাতে আসছে 'টুম্পা সোনা'...

Last Updated:
Tumpa Sona: এবার কী সেই টুম্পাই আবার ফিরছে বাংলা বিনোদনে আগুন ছড়াতে? তার নতুন প্রেমিক সঙ্গীটিই বা কে?
1/7
‘ও টুম্পা সোনা, যারা হাম্পি দেনা, আমি মাইরি বলছি আর খৈনি খাব না!’ গত বছর গোটা নেটদুনিয়া মজে ছিল ‘টুম্পা সোনা’ আর তাঁর প্রেমিকের আকুল আবদারে। টুম্পার প্রেমিক কথা দিয়েছিল খৈনি খাবে না, কিন্তু হাম্পি খেতে একেবারেই কোনও বাধা নেই। এবার কী সেই টুম্পাই আবার ফিরছে বাংলা বিনোদনে আগুন ছড়াতে? তার নতুন প্রেমিক সঙ্গীটিই বা কে?
‘ও টুম্পা সোনা, যারা হাম্পি দেনা, আমি মাইরি বলছি আর খৈনি খাব না!’ গত বছর গোটা নেটদুনিয়া মজে ছিল ‘টুম্পা সোনা’ আর তাঁর প্রেমিকের আকুল আবদারে। টুম্পার প্রেমিক কথা দিয়েছিল খৈনি খাবে না, কিন্তু হাম্পি খেতে একেবারেই কোনও বাধা নেই। এবার কী সেই টুম্পাই আবার ফিরছে বাংলা বিনোদনে আগুন ছড়াতে? তার নতুন প্রেমিক সঙ্গীটিই বা কে?
advertisement
2/7
গতবছর বাজারে আসার পরেই টুম্পা সোনা গান (Tumpa Sona Song) আর তার সেই 'হাম্পি কাণ্ডে'র রেশ কাটতে লেগেছে বেশ কিছু সময়। দুর্দান্ত ভাইরাল এই গানেই একটা লম্বা সময় মজেছিল আট থেকে আশি। এমনকী, বিধানসভা নির্বাচনে এই ভাইরাল গানের ব্যবহার দেখা গিয়েছিল রাজনীতির মঞ্চেও।
গতবছর বাজারে আসার পরেই টুম্পা সোনা গান (Tumpa Sona Song) আর তার সেই 'হাম্পি কাণ্ডে'র রেশ কাটতে লেগেছে বেশ কিছু সময়। দুর্দান্ত ভাইরাল এই গানেই একটা লম্বা সময় মজেছিল আট থেকে আশি। এমনকী, বিধানসভা নির্বাচনে এই ভাইরাল গানের ব্যবহার দেখা গিয়েছিল রাজনীতির মঞ্চেও।
advertisement
3/7
আর এবার গত বছরের সেই সাফল্যকে সঙ্গে নিয়েই আসছে নতুন টুম্পা। কনফিউজড পিকচার নিয়ে আসছে একেবারে নতুন ওয়েব সিরিজ (Web Series)। তবে চমকের আরও কিছু বাকি! নতুন টুম্পাতে দেখা যাবে জনপ্রিয় ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্তকে।
আর এবার গত বছরের সেই সাফল্যকে সঙ্গে নিয়েই আসছে নতুন টুম্পা। কনফিউজড পিকচার নিয়ে আসছে একেবারে নতুন ওয়েব সিরিজ (Web Series)। তবে চমকের আরও কিছু বাকি! নতুন টুম্পাতে দেখা যাবে জনপ্রিয় ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্তকে।
advertisement
4/7
গতবছর ইউটিউবে মুক্তি পায় কনফিউজড পিকচারের প্রথম ওয়েব সিরিজ 'রেস্ট ইন প্রেম'। এই ওয়েব সিরিজেই প্রচারমূলক গান হিসেবে তৈরি হয়েছিল ‘টুম্পা সোনা’ গানটি। তবে রাতারাতি এই গানটি জনপ্রিয় হয়ে ওঠে। এমনকী, গানটা দুর্বার গতিতে ভাইরাল হয়। এমনই অবস্থা হয় যে গানটা ভাইরাল হওয়ার পরই অনেকে জানতে পারেন এটি একটা ওয়েব সিরিজের গান।
গতবছর ইউটিউবে মুক্তি পায় কনফিউজড পিকচারের প্রথম ওয়েব সিরিজ 'রেস্ট ইন প্রেম'। এই ওয়েব সিরিজেই প্রচারমূলক গান হিসেবে তৈরি হয়েছিল ‘টুম্পা সোনা’ গানটি। তবে রাতারাতি এই গানটি জনপ্রিয় হয়ে ওঠে। এমনকী, গানটা দুর্বার গতিতে ভাইরাল হয়। এমনই অবস্থা হয় যে গানটা ভাইরাল হওয়ার পরই অনেকে জানতে পারেন এটি একটা ওয়েব সিরিজের গান।
advertisement
5/7
সম্প্রতি শোনা গিয়েছিল কনফিউজড পিকচারের তরফ থেকে আসতে চলেছে 'রেস্ট ইন প্রেম ২'। তবে আপাতত সেই সিক্যুয়েলের কাজকে পাশে সরিয়ে রেখেছেন অরিজিৎ ও আরব। সেই জায়গায় এই জুটি আনবেন এক ডার্ক কমেডি। এই ডার্ক কমেডিতেই প্রধান চরিত্রে দেখা যাবে বং গাইকে।
সম্প্রতি শোনা গিয়েছিল কনফিউজড পিকচারের তরফ থেকে আসতে চলেছে 'রেস্ট ইন প্রেম ২'। তবে আপাতত সেই সিক্যুয়েলের কাজকে পাশে সরিয়ে রেখেছেন অরিজিৎ ও আরব। সেই জায়গায় এই জুটি আনবেন এক ডার্ক কমেডি। এই ডার্ক কমেডিতেই প্রধান চরিত্রে দেখা যাবে বং গাইকে।
advertisement
6/7
এর আগে বং গাইকে একটি মিউজিক ভিডিওতে দেখা গেলেও, অভিনয় এই প্রথম। এই নতুন ওয়েব সিরিজ পরিচালনা করবেন অরিজিৎ সরকার। সিরিজে সঙ্গীতের দায়িত্বে থাকবেন আরব দে এবং ইন্দ্র। নদীয়ার এক গ্রামেই চলছে এই সিরিজের শুটিং।
এর আগে বং গাইকে একটি মিউজিক ভিডিওতে দেখা গেলেও, অভিনয় এই প্রথম। এই নতুন ওয়েব সিরিজ পরিচালনা করবেন অরিজিৎ সরকার। সিরিজে সঙ্গীতের দায়িত্বে থাকবেন আরব দে এবং ইন্দ্র। নদীয়ার এক গ্রামেই চলছে এই সিরিজের শুটিং।
advertisement
7/7
এই সিরিজে কিরণ ছাড়াও রয়েছেন অমিত সাহা, সায়ন ঘোষ, এবং শ্রেয়া ভট্টাচার্য। এই শ্রেয়াই হলেন এবারের নতুন টুম্পা। জানা গিয়েছে, কিরণ এই সিরিজে একজন কৃষি দফতরের আধিকারিক। যে শহর থেকে গ্রামে এসেছে। গল্পে রয়েছে টুইস্টের পর টুইস্ট। শুধু তাই নয়, এই সিরিজে নতুন 'টুম্পা' গানটি গাইবেন কিরণ নিজেই। চলছে জোরকদমে শুটিং ও প্রস্তুতি।
এই সিরিজে কিরণ ছাড়াও রয়েছেন অমিত সাহা, সায়ন ঘোষ, এবং শ্রেয়া ভট্টাচার্য। এই শ্রেয়াই হলেন এবারের নতুন টুম্পা। জানা গিয়েছে, কিরণ এই সিরিজে একজন কৃষি দফতরের আধিকারিক। যে শহর থেকে গ্রামে এসেছে। গল্পে রয়েছে টুইস্টের পর টুইস্ট। শুধু তাই নয়, এই সিরিজে নতুন 'টুম্পা' গানটি গাইবেন কিরণ নিজেই। চলছে জোরকদমে শুটিং ও প্রস্তুতি।
advertisement
advertisement
advertisement