Viral Video: উপস্থিত আত্মীয়-স্বজনের মাঝে টুম্পা সোনা গানে নব দম্পতিকে নাচতে নাচতে বরণ শাশুড়ির! সুপার ভাইরাল ভিডিও

Last Updated:

শাশুড়ির নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে মুহূর্তেই

ফাল্গুন মাসের আর হাতে গোণা কয়েকদিন বাকি ৷ ফাল্গুন মাসের পরেই আসে চৈত্র মাস এই চৈত্রমাসে বিয়ে বা সহ একাধিক মাঙ্গলিক অনুষ্ঠান করতে আগ্রহী হননা সাধারণ মানুষ ৷ একটা বিশ্বাস মনে বদ্ধমূল যে বছরের এই শেষ মাসে কোনও ভাল কাজ হওয়া সম্ভব নয় ৷ তাই বিয়ে, অন্নপ্রাশন বা উপনয়ণর অনুষ্ঠান সাধারম ভাবে এড়িয়ে যেতেই চান সাধারণ মানুষ ৷ বাঙালি চিরকালই আনন্দে বাঁচে আর নতুন কোনও কথা নয় ৷
বাঙালির কাছে কী করে আনন্দ করা যায় তা শিখতে হয় ৷ জীবনের ছোট ছোট ভাল মুহূর্তই সন্ধান দেয় অনেক বড় বড় আনন্দের ৷ বিয়ে বাড়ির আর পাঁচজনের মতই বাঙালিদের কাছে অন্যতম মাঙ্গলিক অনুষ্ঠান যেখানে একজোট হন মানুষ ৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সৌজন্যে বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে যা ৷ এইবারও তেমন ব্যতিক্রমী দৃশ্য নয় ৷ সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে নব দম্পতিকে টুম্পা সোনা গানের সঙ্গে নেচে শাশুড়ি বরণ করে নিচ্ছেন ৷ সময় বদলেছে বদলেছে চিন্তাধারা ৷
advertisement
advertisement
এই ধরনের মানসিকতা জীবনকে উপলদ্ধি করতে শেখায় তার ভাষা ৷ যেখানে আনন্দ করাটাই মুখ্য উদ্দেশ্য সেখানে ৷ ৬ মার্চ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপবোড করা হয়েছে ৷ আড়াই দিনে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে গিয়েছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি আরও একবার ৷ যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: উপস্থিত আত্মীয়-স্বজনের মাঝে টুম্পা সোনা গানে নব দম্পতিকে নাচতে নাচতে বরণ শাশুড়ির! সুপার ভাইরাল ভিডিও
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement