'এই পঞ্চবিংশতি বেতাল নয়', ফসিলসের অনুষ্ঠানে ভিড়ে মিশে গেলেন সৃজিত, তার পর?
- Published by:Sanchari Kar
Last Updated:
নস্টালজিয়া ছুঁয়ে দেখতে অর্কিড গার্ডেন্সে ভিড় জমিয়েছিলেন 'ফসিলস' প্রেমীরা। সেই তালিকায় ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও।
#কলকাতা: ২৫ বছরে পা রাখল 'ফসিলস'। অনুরাগীদের ভিড়ে, গানে-ছন্দে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন রূপম ইসলাম এবং তাঁর সঙ্গীরা। সোমবার কলকাতার অর্কিড গার্ডেন্সে ব্যান্ডটির অনুষ্ঠান ছিল। যেটির নাম দেওয়া হয় পঞ্চবিংশতি।
নস্টালজিয়া ছুঁয়ে দেখতে অর্কিড গার্ডেন্সে ভিড় জমিয়েছিলেন 'ফসিলস' প্রেমীরা। সেই তালিকায় ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। রূপমদের গান শুনতে শ্রোতাদের স্রোতে ভেসেছিলেন পরিচালক। অনুষ্ঠান শুরু হল। আবেগে ভাসলেন অনুরাগীরা। চেনা সব গানের সুর ভেসে উঠল শহরের হাওয়ায়। রূপম যখন হাসনুহানার সুর ধরলেন, তখনই সেই মুহূর্তকে লেন্সবন্দি করলেন সৃজিত। সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে লিখলেন, 'এই পঞ্চবিংশতি বেতাল নয়। তালের, সুরের, প্রেমের, প্রতিবাদের।' এই লেখার সঙ্গে তিনি জুড়ে দিলেন '#ফসিলস২৫'।
advertisement
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সৃজিতকে ধন্যবাদ জানিয়েছেন রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত। পরিচালকের পোস্টে তিনি লিখেছেন, 'আপনি এসেছেন। খুব খুশি হয়েছি।'
advertisement
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
advertisement
বিগত কয়েক দশক ধরে শ্রোতাদের বহু গান উপহার দিয়েছে 'ফসিলস'। প্রসঙ্গত, সৃজিতের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন রূপম। পরিচালকের হাতেখড়িতেও তাঁর সঙ্গী ছিলেন গায়ক। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত 'অটোগ্রাফ'-এ গান গেয়েছিলেন রূপম।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 1:32 PM IST