Srijit Mukherji: 'বাবা-বেবি ও শ্বশুরমশাই' ! সৃজিতের নতুন ছবিতে আটকে গেল ভুঁড়ি ! তারপর...

Last Updated:

Srijit Mukherji: 'বাবা-বেবি ও শ্বশুরমশাই' ! তারপর? ভুঁড়ি এল কোথা থেকে? কী হল সৃজিত মুখোপাধ্যায়ের...

#কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। টলিউডের এই সময়ের সব থেকে জনপ্রিয় পরিচালক। সৃজিতের ছবি মানেই সুপার-হিট। টলি তারকারা আজকাল সৃজিতের ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন। একের পর এক ছবি করে চলেছেন এই পরিচালক। হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু মেয়ে আইরাকে সময় দিতে ভুললেন না সৃজিত।
আজ পয়লা এপ্রিল। এমনিতেই এই দিন সকলকে এপ্রিল ফুল করা এই দিনের প্রচলিত রীতি। তবে সৃজিত(Srijit Mukherji) তা করেননি। সত্যিই মেয়েকে নিয়ে গেলেন আইসক্রিম খেতে। সঙ্গে ছিলেন মিথিলার বাবা। সৃজিত এই ছবি ট্যুইটারে পোস্ট করে লেখেন, "বাবা বেবি ও শ্বশুরমশাই।"
advertisement
advertisement
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে যিশু সেনগুপ্ত এবং সোলাঙ্কি অভিনীত ছবি 'বাবা-বেবি-ও'। সেই ছবির নামের সঙ্গেই মিলিয়ে ক্যাপশন দিলেন ছবির। ছবিতে একটি শার্ট পরে থাকতে দেখা গেল সৃজিতকে। কিন্তু যত মুশকিল করলো ওই শার্ট। আইসক্রিম খেতে গিয়ে হালকা পেট উঁকি দিল শার্টের ফাঁকে। ব্যস আর যাবে কোথায়। এক ভক্ত লিখে বসলেন, "ভুঁড়ি আর মানছে না।" তবে এখানেই শেষ নয়, ফোনেটিকে শ্বশুরমশাই লিখতে গিয়ে একটা 'w' বেশি পড়েছে। ব্যস তা নিয়েও লোকের কমেন্ট। সে যাই হোক এই ছবি কিন্তু এখন সুপার ভাইরাল।
advertisement
প্রসঙ্গত এই ছবিতে সৃজিতের(Srijit Mukherji) শ্বশুর মশাইকে দেখে অনেকেই প্রশংসা করেছেন। পরিচালকের শ্বশুরবাড়ি বাংলাদেশে। মিথিলাকে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৃজিত। সেখানকার খাবারের প্রশংসায় মেতেছেন বহুবার। শ্বশুরবাড়িতে তাঁর আদর একেবারে অন্যরকম। এই ছবি দেখে বোঝা যাচ্ছে সৃজিতও আদর আপ্যায়ণে কম যান না। প্রসঙ্গত মিথিলাও কিন্তু এখন সিনেমার ব্যস্ত-তম অভিনেত্রী। 'মন্টু পাইলট ২'-তে সামনেই দেখা যাবে তাঁকে। এছাড়াও বেশ কয়েকটি কাজ রয়েছে তাঁর হাতে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit Mukherji: 'বাবা-বেবি ও শ্বশুরমশাই' ! সৃজিতের নতুন ছবিতে আটকে গেল ভুঁড়ি ! তারপর...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement