কলকাতা : এ কী হল! কোথায় গেল উচ্ছেবাবু? শেষে মিঠাই (Mithai) কিনা সোমের (Som) বাহুডোরে ? প্রশ্ন অনুরাগীদের ৷
বৃহস্পতিবার রাতে সৌমিতৃষা একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ সেখানে তিনি রয়েছেন পুরোপুরি মিঠাইয়ের বেশে ৷ নেপথ্যে বাজছে ‘শেরশাহ’-এর ‘রাতাঁ লম্বিয়াঁ’ ৷ জুবিন নটিয়ালের কণ্ঠে গাওয়া এই গানের সুরেই মেতেছেন মিঠাই এবং সোম ৷ ভিডিয়ো দেখে মনে করা হচ্ছে শ্যুটিঙের অবসরে একটু হাল্কা মুহূর্ত কাটিয়েছেন ধারাবাহিকের দুই কুশীলব ৷
কিন্তু অনুরাগীদের মন সে কথায় মোটেও গলেনি ৷ তাঁরা সোমের সঙ্গে মিঠাইকে দেখে খুশি নন ৷ দাবি করেছেন, উচ্ছে বাবু ওরফে আদৃত রায়ের সঙ্গেও মিঠাই ওরফে সৌমিতৃষাকে এরকম ভিডিয়ো পোস্ট করতে হবে !
আরও পড়ুন : আবির্ভাবে ১৭ চুম্বন, দু’ দশকের কেরিয়ারে নিজেকে ফের আবিষ্কার করতে চান মল্লিকা
কোনও নেটিজেনের মন্তব্য, ‘এটা কী হল? আমার সিডকে এই ভাবে ধোঁকা দিলে কিন্তু খেলব না বলে দিলুম!’ আর এক জনের সতর্কবাণী, মিঠাইয়ের জন্য নায়কই প্রয়োজন ৷ খলনায়ক ঠিক তাঁর সঙ্গে মানানসই নয় ৷
ধারাবাহিকের চিত্রনাট্যে দুই বিপরীতমুখী চরিত্রকে একসঙ্গে নাচতে দেখে বিস্মিত নেটিজেনরা ৷ একজন তো প্রশ্ন করেই ফেলেছেন, ‘মিঠাই-এর স্বাদ তিতা হচ্ছে কেন?’ তবে অধিকাংশ নেটিজেনের দাবি, ঠিক এরকম নাচ সৌমিতৃষাকে নাচতে হবে আদৃতের সঙ্গেও ৷ নইলে মিঠাইয়ের এহেন আচরণে সিড দুঃখ পাবে যে! বলছেন অনুরাগীরা ৷
আরও পড়ুন : ‘হাজার ব্যাঙের ডাক আসলে তাঁর সমাজসেবা’! কটূক্তির সপ্রতিভ উত্তর ‘ব্যর্থ নায়ক’ ফরহান আখতারের
তবে রসিকতার বাইরে নেটিজেনরা একবাক্যে স্বীকার করেছেন যে সৌমিতৃষা ও ধ্রুব দু’জনেই অসাধারণ শিল্পী ৷ তাঁদের নাচের ভঙ্গিরও প্রশংসা করেছেন নেটিজেনরা ৷
প্রসঙ্গত টিআরপি তালিকায় ‘মিঠাই’ এখন অপ্রতিরোধ্য ৷ দীর্ঘ কয়েক মাস ধরে এই ধারাবাহিক রয়েছে শীর্ষস্থানে ৷ তার পরে ‘সর্বজয়া’ এবং ‘অপরাজিতা অপু’ পরষ্পর স্থানবদল করলেও ‘মিঠাই’-কে সরানো যায়নি এক নম্বর স্থান থেকে ৷ পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও সৌমিতৃষা কুণ্ডু খুবই জনপ্রিয় এবং সক্রিয় ৷ তাঁর প্রতি পোস্টই ভেসে যায় অনুরাগীদের উচ্ছ্বসিত মন্তব্যস্রোতে ৷ সোমের সঙ্গে রিল ভিডিয়ো-ও তার ব্যতিক্রম নয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dhrubo Sarkar, Mithai, Soumitrisha Kundoo