Mallika Sherawat : আবির্ভাবে ১৭ চুম্বন, দু’ দশকের কেরিয়ারে নিজেকে ফের আবিষ্কার করতে চান মল্লিকা

Last Updated:

প্রথম ছবিতেই ১৭ টি চুম্বন এবং সাহসী দৃশ্যে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিলেন তিনি ৷ তিনি মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)

মুম্বই : প্রথম ছবিতেই ১৭ টি চুম্বন এবং সাহসী দৃশ্যে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিলেন তিনি ৷ তিনি মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) ৷ ২০০৩ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘খোওয়াইশ’ ৷ এর পরের বছর মহেশ ভাটের ‘মার্ডার’ ছবিতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন মল্লিকা ৷ জ্যাকি চানের সঙ্গে কাজ করারও সুযোগ পেয়েছিলেন তিনি ৷ ‘দ্য মিথ’ নামের সেই ছবি ছিল মল্লিকার প্রথম আন্তর্জতিক মঞ্চে পদার্পণ ৷ এর পর ‘প্যায়ার কে সাইড এফেক্টস’, ‘শাদি সে পেহলে’, ‘গুরু’, ‘আপ কা সুরুর’, ‘ওয়েলকম’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ৷
কিন্তু প্রায় সব ছবিতেই তিনি একই ধরনের চরিত্র পাচ্ছিলেন ৷ ‘সাহসী’ তকমা ছাড়িয়ে বাইরে পা রাখতে পারছিলেন না ৷ সেই কারণে বেশ কয়েক বছর দূরে ছিলেন অভিনয় থেকে ৷ নিজেই জানিয়েছেন তিনি ৷ বলেছেন, ‘কোনও আকর্ষণীয় কাজের সুযোগ আমার কাছে আসছিল না ৷ সাহসী তরুণী বা ডান্স নাম্বার করে অর্থোপার্জন করছিলাম ঠিকই ৷ কিন্তু সেটা আমি চাইনি ৷ অর্থহীন গ্ল্যামারসর্বস্ব চরিত্রে অভিনয় করে যেতে আমি আগ্রহী নই ৷ সেভাবেই এগোতে থাকলে চ্যালেঞ্জিং কাজ কিছু পেতাম না ৷ কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজনীয় ছিল ৷’’ স্বীকার করছেন তিনি ৷
advertisement
বিনোজন জগতে ২০ বছর কাটিয়ে দেওয়ার পর নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাইছেন মল্লিকা ৷ আমেরিকায় গিয়ে অভিনয়ের পাঠও নিয়েছেন তিনি ৷ মল্লিকা মনে করেন, ওটিটি-র যুগে অভিনেত্রী হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কার খুবই প্রয়োজনীয় ৷
advertisement
আরও পড়ুন : ‘হাজার ব্যাঙের ডাক আসলে তাঁর সমাজসেবা’! কটূক্তির সপ্রতিভ উত্তর ‘ব্যর্থ নায়ক’ ফরহান আখতারের
খুব শীঘ্র তাঁকে দেখা যাবে ওটিটি মঞ্চে ৷ তিনি মনে করেন ওটিটি অনেক বাধা ভেঙে দিয়েছে ৷ কুশীলব, বিশেষ করে অভিনেত্রীদের কাছে ভাল সুযোগ পৌঁছনর পথ খুলে দিয়েছে ৷
advertisement
মল্লিকা বলেছেন, ‘‘এমনকি আজও মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনেত্রীরা নীতিশিক্ষার গণ্ডিতে ঘেরা ৷ পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে ছেলেদেরই কাজের সুযোগ বেশি ৷ কিন্তু ওটিটি-র আগমনে পুরো ছবিটাই পাল্টে গিয়েছে অভিনেত্রীদের সামনে ৷
আরও পড়ুন : সন্তানের নাম কী হবে, ঠিক করতে পারেন শুধু তার বাবা, মা-ই, করিনার পাশে ননদিনী সাবা
তিনি যে বিদ্যা বালন এবং শেফালি ছায়ার অভিনয়ের ভক্ত, সে কথা জানাতে ভোলেননি মল্লিকা ৷ ‘শেরনী’, ‘পিকু’, ‘রাজি’-র মতো নারীকেন্দ্রিক ছবি তাঁর পছন্দের ৷ তিনি মনে করেন, সব ধরনের স্টিরিয়োটাইপ ধ্যানধারণা ভেঙে চুরমার করে দেবে ওটিটি মঞ্চ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mallika Sherawat : আবির্ভাবে ১৭ চুম্বন, দু’ দশকের কেরিয়ারে নিজেকে ফের আবিষ্কার করতে চান মল্লিকা
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement