Farhan Akhtar: ‘হাজার ব্যাঙের ডাক আসলে তাঁর সমাজসেবা’! কটূক্তির সপ্রতিভ উত্তর ‘ব্যর্থ নায়ক’ ফরহান আখতারের

Last Updated:

আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ সিজন টু’-এ সম্প্রতি অতিথি ছিলেন ফরহান আখতার (Farhan Akhtar)

মুম্বই : আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ সিজন টু’-এ সম্প্রতি অতিথি ছিলেন ফরহান আখতার (Farhan Akhtar) ৷ তাঁকে যে যে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, সে প্রসঙ্গে সেখানে মুখ খোলেন পরিচালক-অভিনেতা ৷ তাঁর উদ্দেশে যা যা কটূক্তি ভেসে এসেছে, সেগুলি এক এক করে পড়েন আরবাজ ৷
চূড়ান্ত বিদ্রূপ করা হয়েছে ফরহানের গানের গলা নিয়ে ৷ ব্যঙ্গ করে কেউ কেউ বলেছেন, ফরহান গান গাইলে মনে হয় যেন হাজার ব্যাঙ একসঙ্গে ডাকছে! শুনে ফরহান হেসে বলেছেন, ‘‘এটা আমার সমাজসেবার দীর্ঘায়ত অংশ ৷ আমি চাই মানুষ বাড়িতে থাকুন এবং আমার গান শুনুন ৷’’
রসিকতার পর ফরহান বলেছেন, তিনি খুব ভাল করেই জানেন বলিউডের প্রথাগত প্লেব্যাকের কণ্ঠ তাঁর নেই ৷ প্লেব্যাক গানের জন্য নির্দিষ্ট কিছু গুণাবলী থাকা প্রয়োজন ৷ তাঁর কথায়, ‘‘ আমার দক্ষতা বা কণ্ঠস্বরে সেই গুণ নেই ৷ তাই আমি অন্যদের জন্য গান করি না ৷ আমি নিজে নিজের গান খুব উপভোগ করি এবং এই সব কিছুর জন্য আমি ক্ষমাপ্রার্থী ৷’’
advertisement
advertisement
ফরহানের কথায় উঠে আসে অন্য একটি প্রসঙ্গও ৷ একটি মন্তব্যে তাঁকে বলা হয়েছে ‘ব্যর্থ নায়ক’৷ ট্রোলারদের দাবি, অভিনেতা হিসেবে ফরহানের নামে পাশাপাশি সফল ছবি হিসেবে ‘ভাগ মিলখা ভাগ’ ছাড়া আর কিছু নেই ৷ এবং এই ছবির সাফল্যের ভাগও ফরহানকে দিতে নারাজ নেটিজেনরা ৷ তাঁদের দাবি, ছবির বিষয়বস্তু মিলখা সিং বলেই সাফল্য এসেছে ৷ উত্তরে ফরহান বলেছেন, ‘‘এই ব্যর্থ নায়কের মাধ্যমেই আপনারা মিলখা সিংয়ের জীবনকাহিনি দেখতে পেরেছেন ৷ আমি তাতেই খুশি ৷’’
advertisement
সমালোচনা কটূক্তির পাশাপাশি ফরহান বলেছেন তাঁর কাজ নিয়েও ৷ জানিয়েছেন, ‘ডন থ্রি’ তৈরির অনুরোধ তাঁর কাছে বহু বার এসেছে ৷ অনেকেই জানতে চেয়েছেন ‘‘আপনি কবে ডন থ্রি তৈরি করবেন?’’ এমনকি, এই প্রশ্ন তিনি পেয়েছেন কোনও শোকবার্তার প্রেক্ষিতেও ! সে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন, ‘‘কারওর প্রয়াণে আমি শোকজ্ঞাপন করছি, আর তিনি ডন থ্রি-র কথা জানতে চাইছেন! তাঁরা এটুকুও জানেন না যে একজন মারা গিয়েছেন, তাঁর সম্মানে অন্তত এই ট্যুইটবার্তাটিকে রেহাই দিই!’’
advertisement
নেটিজেনদের আচরণে হতবাক ফরহান ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farhan Akhtar: ‘হাজার ব্যাঙের ডাক আসলে তাঁর সমাজসেবা’! কটূক্তির সপ্রতিভ উত্তর ‘ব্যর্থ নায়ক’ ফরহান আখতারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement