Hrithik Roshan : সুজানের প্রশংসায় পঞ্চমুখ তাঁর প্রাক্তন জীবনসঙ্গী হৃতিক

Last Updated:

প্রাক্তন স্ত্রী সুজান খানকে (Sussanne Khan) তাঁর নতুন কাজের জন্য শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন (Hrithik Roshan) ৷

মুম্বই : প্রাক্তন স্ত্রী সুজান খানকে তাঁর নতুন কাজের জন্য শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন (Hrithik Roshan) ৷ সুজান (Sussanne Khan) পেশায় ইন্টিরিয়র ডেকরেটর বা গৃহের অন্দরসজ্জা বিশারদ ৷ হৃতিক ইনস্টাগ্রামে সুজানের একটি ছবি শেয়ার করেছেন ৷ প্রাক্তন স্ত্রীর নতুন কাজ নিয়ে সেখানে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ৷
সুজানের ছবি শেয়ার করে হৃতিক লিখেছেন, ‘‘সুপার সালোঁ ২১-এ শেলিনি ফিরেনজি-র সঙ্গে সহযোগিতায় এই চোখ ধাঁধাঁনো সংগ্রহের জন্য সুজান খানকে অভিনন্দন! প্রথম বারের জন্য সংস্কৃতি ও বিষয়ের মধ্যে কী সুন্দর মেলবন্ধন হয়েছে ৷’’ প্রাক্তন জীবনসঙ্গীকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সুজানও ৷ মন্তব্য বাক্সে একাধিকবার ‘ধন্যবাদ’ লিখেছেন তিনি ৷ সঙ্গে রয়েছে একাধিক ইমোজি ৷
advertisement
গত বছরও হৃতিকের ইনস্টাগ্রাম জুড়ে ছিলেন সুজান ৷ সে বারও হৃতিক শেয়ার করেছিলেন সুজানের ছবি ৷ বলেছিলেন, তাঁর কথায় দুই ছেলেকে নিয়ে লকডাউনে সুজান অস্থায়ীভাবে একসঙ্গে থাকতে এসেছিলেন ৷ কিছুটা আবেগপ্রবণ হয়ে হৃতিক বলেছিলেন দুই ছেলের সহ-অভিভাবকত্বে সুজান তাঁর পাশে আছেন ৷
advertisement
advertisement
২০০০ সালে সুজানকে বিয়ে করেন হৃতিক ৷ ৬ বছর পর জন্ম হয় তাঁদের বড় ছেলে হ্রেহানের ৷ তার দু’ বছর পরে হৃতিক ও সুজানের কোলে আসে ছোট ছেলে হৃদান ৷ কিন্তু অনুরাগীদের হৃদয় ভেঙে দিয়ে তাঁরা আলাদা হয়ে যান ৷ ১৪ বছরের দাম্পত্যের পর হৃতিক ও সুজান ডিভোর্স করেন ২০১৪ সালে ৷
advertisement
আরও পড়ুন : গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণপতিকে ঘরে আনলেন শিল্পা
বিচ্ছেদের পরও ছেলেদের স্বার্থে নিজেদের মধ্যে সৌজন্যমূলক সম্পর্ক বজায় রেখেছেন হৃতিক ও সুজান ৷ একাধিক বার দুই ছেলের সঙ্গে তাঁদের ছুটি কাটাতে দেখা গিয়েছে ৷
কাজের দিকে, হৃতিক অভিনয় করতে চলেছেন দেশাত্মবোধক ছবি ‘ফাইটার’-এ ৷ সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে হৃতিকের বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরে ৷ রোশন-আনন্দ যুগলবন্দি এটা হবে তৃতীয় ছবি ৷ এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছেন ২০১৪ সালের ছবি ‘ব্যাং ব্যাং’ এবং ২০১৯-এ মুক্তি পাওয়া যশ রাজ ফিল্মস-এর ব্লকবাস্টার ‘ওয়ার’-এ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hrithik Roshan : সুজানের প্রশংসায় পঞ্চমুখ তাঁর প্রাক্তন জীবনসঙ্গী হৃতিক
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement