Hrithik Roshan : সুজানের প্রশংসায় পঞ্চমুখ তাঁর প্রাক্তন জীবনসঙ্গী হৃতিক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
প্রাক্তন স্ত্রী সুজান খানকে (Sussanne Khan) তাঁর নতুন কাজের জন্য শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন (Hrithik Roshan) ৷
মুম্বই : প্রাক্তন স্ত্রী সুজান খানকে তাঁর নতুন কাজের জন্য শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন (Hrithik Roshan) ৷ সুজান (Sussanne Khan) পেশায় ইন্টিরিয়র ডেকরেটর বা গৃহের অন্দরসজ্জা বিশারদ ৷ হৃতিক ইনস্টাগ্রামে সুজানের একটি ছবি শেয়ার করেছেন ৷ প্রাক্তন স্ত্রীর নতুন কাজ নিয়ে সেখানে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ৷
সুজানের ছবি শেয়ার করে হৃতিক লিখেছেন, ‘‘সুপার সালোঁ ২১-এ শেলিনি ফিরেনজি-র সঙ্গে সহযোগিতায় এই চোখ ধাঁধাঁনো সংগ্রহের জন্য সুজান খানকে অভিনন্দন! প্রথম বারের জন্য সংস্কৃতি ও বিষয়ের মধ্যে কী সুন্দর মেলবন্ধন হয়েছে ৷’’ প্রাক্তন জীবনসঙ্গীকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সুজানও ৷ মন্তব্য বাক্সে একাধিকবার ‘ধন্যবাদ’ লিখেছেন তিনি ৷ সঙ্গে রয়েছে একাধিক ইমোজি ৷
advertisement
গত বছরও হৃতিকের ইনস্টাগ্রাম জুড়ে ছিলেন সুজান ৷ সে বারও হৃতিক শেয়ার করেছিলেন সুজানের ছবি ৷ বলেছিলেন, তাঁর কথায় দুই ছেলেকে নিয়ে লকডাউনে সুজান অস্থায়ীভাবে একসঙ্গে থাকতে এসেছিলেন ৷ কিছুটা আবেগপ্রবণ হয়ে হৃতিক বলেছিলেন দুই ছেলের সহ-অভিভাবকত্বে সুজান তাঁর পাশে আছেন ৷
advertisement
advertisement
২০০০ সালে সুজানকে বিয়ে করেন হৃতিক ৷ ৬ বছর পর জন্ম হয় তাঁদের বড় ছেলে হ্রেহানের ৷ তার দু’ বছর পরে হৃতিক ও সুজানের কোলে আসে ছোট ছেলে হৃদান ৷ কিন্তু অনুরাগীদের হৃদয় ভেঙে দিয়ে তাঁরা আলাদা হয়ে যান ৷ ১৪ বছরের দাম্পত্যের পর হৃতিক ও সুজান ডিভোর্স করেন ২০১৪ সালে ৷
advertisement
আরও পড়ুন : গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণপতিকে ঘরে আনলেন শিল্পা
বিচ্ছেদের পরও ছেলেদের স্বার্থে নিজেদের মধ্যে সৌজন্যমূলক সম্পর্ক বজায় রেখেছেন হৃতিক ও সুজান ৷ একাধিক বার দুই ছেলের সঙ্গে তাঁদের ছুটি কাটাতে দেখা গিয়েছে ৷
কাজের দিকে, হৃতিক অভিনয় করতে চলেছেন দেশাত্মবোধক ছবি ‘ফাইটার’-এ ৷ সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে হৃতিকের বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরে ৷ রোশন-আনন্দ যুগলবন্দি এটা হবে তৃতীয় ছবি ৷ এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছেন ২০১৪ সালের ছবি ‘ব্যাং ব্যাং’ এবং ২০১৯-এ মুক্তি পাওয়া যশ রাজ ফিল্মস-এর ব্লকবাস্টার ‘ওয়ার’-এ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2021 5:23 PM IST