Ranveer Singh : জোড়া পনিটেল বেঁধে বহুমূল্য বাহনে হেলান দিয়ে আড্ডায় রঙিন রণবীরের ফেরারি মন

Last Updated:

নেটিজেনরা মুগ্ধ রণবীরের জোড়া পনিটেলেও (Ranveer Singh's double ponytail look)

মুম্বই : বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) হায়দারবাদে গিয়েছিলেন রাম চরণ এবং কিয়ারা আডবাণীর আসন্ন ছবির লঞ্চ উপলক্ষে ৷ ছবির মহরৎ অনুষ্ঠানে রণবীরের পাশাপাশি ছিলেন পরিচালক এস এস রাজামৌলি এবং তারকা চিরঞ্জীবি ৷ বহু প্রতীক্ষিত ছবির নাম ‘এসভিসি ৫০’ ৷
এই উপলক্ষে রণবীরের এক গুচ্ছ ছবি ভাইরাল নেটদুনিয়ায় ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি অভিনেতা রাম চরণের সঙ্গে কথা বলছেন ৷ অন্য একটি ছবিতে ‘পদ্মাবৎ’ তারকাকে দেখা গিয়েছে ছবির পরিচালক শঙ্কর এবং অন্যান্য কুশীলবদের সঙ্গে কথা বলতে ৷ রণবীর এবং রাম চরণ একটি ছবিতে আড্ডায় মগ্ন ৷ সেখানে তাঁদের সঙ্গে হাজির রামে চরণের বহুমূল্য বাহন ফেরারি-ও ৷ গাড়িটির দাম চার কোটি টাকা বলে শোনা গিয়েছে ৷ রণবীর নিজেও গাড়ির ব্যাপারে অত্যন্ত শৌখিন ৷ তাঁর সংগ্রহেও একাধিক দুর্মূল্য গাড়ি রয়েছে ৷
advertisement
তবে রাম চরণের ফেরারির পাশাপাশি নেটিজেনরা মুগ্ধ রণবীরের জোড়া পনিটেলেও ৷ ছবিতে দেখা যাচ্ছে রণবীরের মাথায় উপরে ও নীচে দু’টি পনিটেল ৷ ‘অন্নপূর্ণা’ স্টুডিয়োতে ‘এসভিসি ৫০’ ছবির মহরতে নেটিজেনদের আলোচনা ও নজরের মধ্যমণি ছিল ওই পনিটেলদ্বয় ৷ রণবীরের নতুন কেশসজ্জা ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ হাজির নানারকম মিম-ও ৷ মাভেরিক রণবীর এর আগে নিজের লুক ও সাজ নিয়ে বহু পরীক্ষানিরীক্ষা করেছেন ৷ এ বার তাঁর জোড়া পনিটেলকে তুলনা করা হয়েছে ওয়াই ফাই যন্ত্রের সঙ্গেও! তবে যতই আজব কেতা হোক না কেন, কেতাদুরস্ত রণবীরের সেটা ক্যারি করেন লা-জবাব কায়দায় ৷
advertisement
advertisement
রণবীরের আসন্ন ছবিগুলির মধ্যে আছে কবীর খান পরিচালিত ‘৮৩’ ৷ ১৯৮৩ সালে ভারতের ঐতিহাসিক ক্রিকেট বিশ্বকাপ জয়ের পটভূমিকায় তৈরি হচ্ছে ছবিটি ৷ কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর ৷ কপিলের স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ অর্থাৎ অফ স্ক্রিন ঘরণি এ বার রণবীরের অন স্ক্রিন স্ত্রীও ৷ এ ছাড়া রণবীর অভিনয় করছেন যশ রাজ ফিল্মসের ‘জয়েশভাই জোরদার’ ছবিতেও ৷
advertisement
আরও পড়ুন : গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণপতিকে ঘরে আনলেন শিল্পা
রণবীরকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে, জোয়া আখতার পরিচালিত ‘গল্লি বয়’ ছবিতে ৷ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ চতুর্বেদী এবং কল্কি কোয়েচলিন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh : জোড়া পনিটেল বেঁধে বহুমূল্য বাহনে হেলান দিয়ে আড্ডায় রঙিন রণবীরের ফেরারি মন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement