Madhuri Dixit Nene : ইয়োহানির কণ্ঠে মানিকে-জাদুতে মিশে গেল মাধুরীর কটাক্ষ

Last Updated:

দর্শক বুঁদ মাধুরীতে (Madhuri Dixit Nene) ৷ আর তিনি নিজে মুগ্ধ মানিকে-ম্যাজিকে ৷ সিংহলি পপতারকা ইয়োহানির (Yohani) গানের মায়াজাল থেকে দূরে থাকতে পারলেন না তিনিও

মুম্বই : দর্শক বুঁদ মাধুরীতে (Madhuri Dixit Nene) ৷ আর তিনি নিজে মুগ্ধ মানিকে-ম্যাজিকে ৷ সিংহলি পপতারকা ইয়োহানির (Yohani) গানের মায়াজাল থেকে দূরে থাকতে পারলেন না তিনিও ৷ সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ‘দেবদাস’-এর ‘চন্দ্রমুখী’ ৷ সেখানে তিনি সেজেছেন সম্পূর্ণ সনাতনী মরাঠি সাজে ৷ কপালে অর্ধচন্দ্রাকৃতি বিন্দি, নাকে নথনীর সঙ্গে সাজ সম্পূর্ণ করেছে এলোমেলো খোঁপায় পুষ্পগুচ্ছ ৷ সবুজ-সোনালি জরির শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন ভারী গয়না ৷ এই সাজে দু’টি স্থিরছবিও পোস্ট করেছেন ৷ ছবির ক্যাপশন দিয়েছেন ‘কিপিং ইট এথনিক’ ৷ অর্থাৎ সওয়াল করেছেন সনাতনী সাজের পক্ষে ৷
এর পর ওই সাজেই শেয়ার করেছেন ভিডিয়ো ৷ যেখানে ইয়োহানির কণ্ঠের জাদুর সঙ্গে মিলেমিশে গিয়েছে মাধুরীর কটাক্ষ ৷ এখনও অবধি অনেক বলিউড তারকাই ‘মানিকে মাগে হিথে’-এর (Manike Mage Hithe) সঙ্গে রিল ভিডিয়ো পোস্ট করেছেন ৷ অনেকে আবার নিজের কণ্ঠে গেয়েওছেন গানটি ৷ সেই স্রোতে সামিল এ বার ধক ধক গার্লও ৷ জানিয়েছেন, তিনিও গানটি ভালবাসেন ৷ ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘‘কারণ আমি গানটি ভালবাসি৷’’
advertisement
advertisement
দু’দিনের মধ্যে মাধুরীর পোস্টে ‘লাইক’ এসেছে ৬৮ হাজারের বেশি ৷ মন্তব্য ছাপিয়েছে ১ হাজার ৷ শেয়ার করা হয়েছে প্রায় দেড় হাজার বার ৷ এসেছে অসংখ্য মন্তব্য ৷ যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের মধ্যে অনেক নেটিজেনই ফিরে গিয়েছেন নস্ট্যালজিয়ায় ৷ জানিয়েছেন, কীভাবে মাধুরীতে বশ হয়ে থাকত তাঁদের অতীত ৷
advertisement
অতিমারি আবহে কাজ থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন মাধুরী ৷ দু’ দফা টিকা নেওয়ার পর আবার মাধুরীতে উদ্ভাসিত হয়ে ওঠে বিনোদনদুনিয়া ৷ তবে করোনা অতিমারির মধ্যে মলদ্বীপ বেড়াতে গিয়ে এবং সেখানে অবসরযাপনের ছবি পোস্ট করে নেটিজেনদের কাছে সমালোচিতও হন তিনি ৷
advertisement
তবে তার রেশ দীর্ঘস্থায়ী হয়নি ৷ মাধুরী আবার ফিরেছেন নিজের জাদুতেই ৷ কিছু দিন আগে তিনি শেয়ার করেছিলেন রাখিবন্ধন অনুষ্ঠানের ভিডিয়ো ৷ সেখানে আটপৌরে সাজে আরতির পর ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন তিনি ৷ এখনও, তাঁর প্রত্যেক পোস্ট ঘিরেই নেটিজেনদের উচ্ছ্বাস দেখার মতো ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhuri Dixit Nene : ইয়োহানির কণ্ঠে মানিকে-জাদুতে মিশে গেল মাধুরীর কটাক্ষ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement