হোম /খবর /বিনোদন /
ইয়োহানির কণ্ঠে মানিকে-জাদুতে মিশে গেল মাধুরীর কটাক্ষ

Madhuri Dixit Nene : ইয়োহানির কণ্ঠে মানিকে-জাদুতে মিশে গেল মাধুরীর কটাক্ষ

মাধুরী দীক্ষিত, ছবি-ফেসবুক

মাধুরী দীক্ষিত, ছবি-ফেসবুক

দর্শক বুঁদ মাধুরীতে (Madhuri Dixit Nene) ৷ আর তিনি নিজে মুগ্ধ মানিকে-ম্যাজিকে ৷ সিংহলি পপতারকা ইয়োহানির (Yohani) গানের মায়াজাল থেকে দূরে থাকতে পারলেন না তিনিও

  • Last Updated :
  • Share this:

মুম্বই : দর্শক বুঁদ মাধুরীতে (Madhuri Dixit Nene) ৷ আর তিনি নিজে মুগ্ধ মানিকে-ম্যাজিকে ৷ সিংহলি পপতারকা ইয়োহানির (Yohani) গানের মায়াজাল থেকে দূরে থাকতে পারলেন না তিনিও ৷ সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ‘দেবদাস’-এর ‘চন্দ্রমুখী’ ৷ সেখানে তিনি সেজেছেন সম্পূর্ণ সনাতনী মরাঠি সাজে ৷ কপালে অর্ধচন্দ্রাকৃতি বিন্দি, নাকে নথনীর সঙ্গে সাজ সম্পূর্ণ করেছে এলোমেলো খোঁপায় পুষ্পগুচ্ছ ৷ সবুজ-সোনালি জরির শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছেন ভারী গয়না ৷ এই সাজে দু’টি স্থিরছবিও পোস্ট করেছেন ৷ ছবির ক্যাপশন দিয়েছেন ‘কিপিং ইট এথনিক’ ৷ অর্থাৎ সওয়াল করেছেন সনাতনী সাজের পক্ষে ৷

এর পর ওই সাজেই শেয়ার করেছেন ভিডিয়ো ৷ যেখানে ইয়োহানির কণ্ঠের জাদুর সঙ্গে মিলেমিশে গিয়েছে মাধুরীর কটাক্ষ ৷ এখনও অবধি অনেক বলিউড তারকাই ‘মানিকে মাগে হিথে’-এর (Manike Mage Hithe) সঙ্গে রিল ভিডিয়ো পোস্ট করেছেন ৷ অনেকে আবার নিজের কণ্ঠে গেয়েওছেন গানটি ৷ সেই স্রোতে সামিল এ বার ধক ধক গার্লও ৷ জানিয়েছেন, তিনিও গানটি ভালবাসেন ৷ ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘‘কারণ আমি গানটি ভালবাসি৷’’

আরও পড়ুন : রাতারাতি কীভাবে ভাইরাল ‘মানিকে মাগে হিথে’? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন শিল্পী নিজেই

দু’দিনের মধ্যে মাধুরীর পোস্টে ‘লাইক’ এসেছে ৬৮ হাজারের বেশি ৷ মন্তব্য ছাপিয়েছে ১ হাজার ৷ শেয়ার করা হয়েছে প্রায় দেড় হাজার বার ৷ এসেছে অসংখ্য মন্তব্য ৷ যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের মধ্যে অনেক নেটিজেনই ফিরে গিয়েছেন নস্ট্যালজিয়ায় ৷ জানিয়েছেন, কীভাবে মাধুরীতে বশ হয়ে থাকত তাঁদের অতীত ৷

অতিমারি আবহে কাজ থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন মাধুরী ৷ দু’ দফা টিকা নেওয়ার পর আবার মাধুরীতে উদ্ভাসিত হয়ে ওঠে বিনোদনদুনিয়া ৷ তবে করোনা অতিমারির মধ্যে মলদ্বীপ বেড়াতে গিয়ে এবং সেখানে অবসরযাপনের ছবি পোস্ট করে নেটিজেনদের কাছে সমালোচিতও হন তিনি ৷

আরও পড়ুন : বাড়ি থেকে কীভাবে অনলাইনে ক্লাস করছে আরাধ্যা, জানালেন অমিতাভ

তবে তার রেশ দীর্ঘস্থায়ী হয়নি ৷ মাধুরী আবার ফিরেছেন নিজের জাদুতেই ৷ কিছু দিন আগে তিনি শেয়ার করেছিলেন রাখিবন্ধন অনুষ্ঠানের ভিডিয়ো ৷ সেখানে আটপৌরে সাজে আরতির পর ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন তিনি ৷ এখনও, তাঁর প্রত্যেক পোস্ট ঘিরেই নেটিজেনদের উচ্ছ্বাস দেখার মতো ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Madhuri Dixit, Manike mage hithe, Srilanka, Yohani