Amitabh Bachchan : বাড়ি থেকে কীভাবে অনলাইনে ক্লাস করছে আরাধ্যা, জানালেন অমিতাভ

Last Updated:

জানা গেল স্বয়ং অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan ) কণ্ঠে ৷ কৌন বনেগা ক্রোড়পতি-র সাম্প্রতিক এক পর্বে সঞ্চালক বিগ বি-র মুখে শোনা গিয়েছে সে সম্বন্ধে ৷

মুম্বই : কখনও কখনও সাধারণ মানুষ এবং সেলেব্রিটিদের সমস্যা মিলেমিশে একাকার হয়ে যায় ৷ সেরকমই হয়েছে বচ্চন পরিবারে ৷ জানা গেল স্বয়ং অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan ) কণ্ঠে ৷ কৌন বনেগা ক্রোড়পতি-র সাম্প্রতিক এক পর্বে সঞ্চালক বিগ বি-র মুখে শোনা গিয়েছে সে সম্বন্ধে ৷ বলেছেন, নতুন পরিস্থিতিতে অনলাইন ক্লাসের ধরনের সঙ্গে মানিয়ে নিতে নাতনি আরাধ্যার (Aaradhya Bachchan) কতটা অসুবিধে হচ্ছে ৷
কেবিসি-তে সঞ্চালক অমিতাভের মুখোমুখি হয়েছিলেন কল্পনা সিং ৷ পেশায় কল্পনা একজন স্কুল প্রিন্সিপ্যাল ৷ হট সিটে বসে তিনি নিজেই এই অনলাইন চ্যালেঞ্জের প্রসঙ্গ তোলেন অমিতাভের সামনে ৷
অমিতাভ বলেন, আরাধ্যার বাবা-মা অভিষেক এবং ঐশ্বর্যা অনলাইন ক্লাসের বিষয়ে সাহায্য করেন আরাধ্যাকে ৷ অমিতাভ বলেন, ‘‘আমাদের বাড়িতেও বাচ্চা আছে ৷ যে এখন অনলাইন ক্লাস করছে ৷ এই নিয়ে সারা ক্ষণ ব্যস্ত থাকে ৷ ওর বাবা মা দু’জনেই সাহায্যকারী হয়ে সঙ্গে থাকে ৷ কম্পিউটার কী করে চালায়, কী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে, সে সব জানাতে ও শেখাতে থাকে ৷’’
advertisement
advertisement
নাতনিকে অনলাইন ক্লাস করতে দেখেওছেন অমিতাভ ৷ সে সময় আরাধ্যা ছিল অনলাইন যোগপ্রশিক্ষণ ক্লাসে ৷ কম্পিউটার স্ক্রিনের সামনে বসে যোগচর্চা করছিল ৷ তারকা আরও জানান, কিছু কিছু অনলাইন ক্লাসে তিনি নাতনির সঙ্গে ছিলেনও ৷ অনলাইন বা ভার্চুয়াল ক্লাসের পরিবেশ ভাল লেগেছে তাঁর ৷ কেবিসি-র এই ত্রয়োদশ মরসুমে প্রতি শুক্রবার আসেন তারকা প্রতিযোগী ৷ দীপিকা পাড়ুকোন এবং ফরাহ খানেরও এই শো-এ যোগ দেওয়ার কথা ৷
advertisement
যে আরাধ্যাকে নিয়ে কথা বলেছেন অমিতাভ, সেই বালিকা কার্যত আজন্ম ও আশৈশব তারকা ৷ এ বছর তার ১০ বছর বয়স পূ্র্ণ হবে ৷ এর আগে এ বছরই অভিষেক বচ্চন এক সাক্ষাৎকারে বলেছেন, আরাধ্যাকে ছোট থেকেই তার পারিবারিক ঐতিহ্য সম্বন্ধে শেখানো হয়েছে ৷ বোঝানো হয়েছে তার পারিবারিক অবস্থানের গুরুত্ব ৷ এমনকি, পাপারাজ্জিদের ছবি তোলার মুহূর্তে নিজেকে কীভাবে সামলাতে হবে, সে বিষয়েও মেয়েকে শিখিয়েছেন ঐশ্বর্যা ৷ জানান অভিষেক ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan : বাড়ি থেকে কীভাবে অনলাইনে ক্লাস করছে আরাধ্যা, জানালেন অমিতাভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement