সলমন গাইলেন, নাচলেন শাহরুখ ! ভিডিও ভাইরাল
Last Updated:
সোনমের বিয়ে, রিসেপশন নিয়ে মোটামুটি তোলপাড় বলিউড ৷ প্রায় গোটা বলিউড হাজির ছিলেন অনিল কন্যার বিয়েতে ৷
#মুম্বই: সোনমের বিয়ে, রিসেপশন নিয়ে মোটামুটি তোলপাড় বলিউড ৷ প্রায় গোটা বলিউড হাজির ছিলেন অনিল কন্যার বিয়েতে ৷ তবে বিয়েতে সোনম-আনন্দ নজর কাড়লেও, পুরো বিয়ের আসরের ক্রিমটা চেটেপুটে খেয়ে ফেললেন দুই খান জুটি ৷ মানে বলিউডের ভাইজান আর বাদশা ৷
advertisement
শাহরুখ-সলমনের সম্পর্ক থেকে তিক্ততা দূর হয়ে, এখন শুধুই মিষ্টি বন্ধুত্ব ৷ তাই শাহরুখ-সলমন যখনই সুযোগ পাচ্ছেন, তখনই শুরু করছেন নিজেদের বন্ধুত্বের সেলিব্রেশন ৷ সেই সুযোগ ছাড়লেন না সোনমের রিসেপশনেও ৷ সুযোগ পেয়েই সলমন গাইলেন, আর মন খুলে নাচলেন শাহরুখ ৷ সঙ্গে অবশ্য কোমর দোলালেন অনিল কাপুরও ৷ তবে পার্টিতে বাজল শুধুই সলমন সং ! জুড়ওয়া ছবির টন টনা টন গানে নাচলেন শাহরুখ, সলমন, সোনম, আনন্দ, রণবীর, অর্জুনও ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2018 1:00 PM IST