রিসেপশনে সোনমের লেহেঙ্গা, শেরওয়ানির সঙ্গে আনন্দ পরলেন স্নিকার্স

Last Updated:

বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং হলে কথা ৷ তিন দিন ধরে চলেছে অনুষ্ঠান ৷ মেহন্দি থেকে শুরু করে সঙ্গীত, বিয়ে আর শেষে রিসেপশন ৷ বি-টাউনের ফ্যাশনিস্তার বিয়ে নিয়ে সকলেরই উৎসাহ ছিল তুঙ্গে ৷

#মুম্বই: বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং হলে কথা ৷ তিন দিন ধরে চলেছে অনুষ্ঠান ৷ মেহন্দি থেকে শুরু করে সঙ্গীত, বিয়ে আর শেষে রিসেপশন ৷ বি-টাউনের ফ্যাশনিস্তার বিয়ে নিয়ে সকলেরই উৎসাহ ছিল তুঙ্গে ৷ কোন অনুষ্ঠানে সোনম কী পরবেন, কী সাজবেন সেই নিয়ে কৌতূহলের অন্ত ছিল না ৷ ভক্তদের আশা পূর্ণ করে তিনদিন ধরে একের পর এক নিত্যনতুন পোশাক গায়ে তুলেছে নায়িকা ৷ পাল্লা দিয়ে সেজেছেন আনন্দ আহুজাও ৷
advertisement
Photo: Twitter Photo: Twitter
মেহেন্দির সময় বেছে নিয়েছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা ৷ সঙ্গীতে আবার থিম ছিল সাদা ৷ তবে বিয়ের সময় সাবেকি লালেই ভরসা ছিল ফ্যাশনিস্তার ৷ আবার রিসেপশনে সাজলেন একেবারে অন্য ধাঁচে ৷ রিসেপশনের পার্টিতে শেভরন ডার্ক গ্রে রঙের লেহেঙ্গা আর অনামিকা খান্নার হোয়াইট গোল্ডে সেজেছিলেন নববধূ সোনম ৷ অন্যদিকে আনন্দ পরেছিলেন কালো শেরওয়ানি ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিল আনন্দের পায়ের স্নিকার্স ৷ শেরওয়ানির সঙ্গে নিজের ব্র্যান্ডের জুতো পরেছিলেন তিনি ৷
advertisement
শেরওয়ানির সঙ্গে যেখানে নাগরাই পরাটাই দস্তুর, সেখানে সিগনেচার স্টাইল ধরে রেখে নিজের ব্র্যান্ড ‘ভেজ ননভেজ’-এর স্নিকার্স পরলেন মিস্টার আহুজা ৷ তবে এই ফ্যাশন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হতে হল ফ্যাশনিস্তার সদ্য বিবাহিত বরকে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিসেপশনে সোনমের লেহেঙ্গা, শেরওয়ানির সঙ্গে আনন্দ পরলেন স্নিকার্স
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement