রিসেপশনে সোনমের লেহেঙ্গা, শেরওয়ানির সঙ্গে আনন্দ পরলেন স্নিকার্স

Last Updated:

বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং হলে কথা ৷ তিন দিন ধরে চলেছে অনুষ্ঠান ৷ মেহন্দি থেকে শুরু করে সঙ্গীত, বিয়ে আর শেষে রিসেপশন ৷ বি-টাউনের ফ্যাশনিস্তার বিয়ে নিয়ে সকলেরই উৎসাহ ছিল তুঙ্গে ৷

#মুম্বই: বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং হলে কথা ৷ তিন দিন ধরে চলেছে অনুষ্ঠান ৷ মেহন্দি থেকে শুরু করে সঙ্গীত, বিয়ে আর শেষে রিসেপশন ৷ বি-টাউনের ফ্যাশনিস্তার বিয়ে নিয়ে সকলেরই উৎসাহ ছিল তুঙ্গে ৷ কোন অনুষ্ঠানে সোনম কী পরবেন, কী সাজবেন সেই নিয়ে কৌতূহলের অন্ত ছিল না ৷ ভক্তদের আশা পূর্ণ করে তিনদিন ধরে একের পর এক নিত্যনতুন পোশাক গায়ে তুলেছে নায়িকা ৷ পাল্লা দিয়ে সেজেছেন আনন্দ আহুজাও ৷
advertisement
Photo: Twitter Photo: Twitter
মেহেন্দির সময় বেছে নিয়েছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা ৷ সঙ্গীতে আবার থিম ছিল সাদা ৷ তবে বিয়ের সময় সাবেকি লালেই ভরসা ছিল ফ্যাশনিস্তার ৷ আবার রিসেপশনে সাজলেন একেবারে অন্য ধাঁচে ৷ রিসেপশনের পার্টিতে শেভরন ডার্ক গ্রে রঙের লেহেঙ্গা আর অনামিকা খান্নার হোয়াইট গোল্ডে সেজেছিলেন নববধূ সোনম ৷ অন্যদিকে আনন্দ পরেছিলেন কালো শেরওয়ানি ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিল আনন্দের পায়ের স্নিকার্স ৷ শেরওয়ানির সঙ্গে নিজের ব্র্যান্ডের জুতো পরেছিলেন তিনি ৷
advertisement
শেরওয়ানির সঙ্গে যেখানে নাগরাই পরাটাই দস্তুর, সেখানে সিগনেচার স্টাইল ধরে রেখে নিজের ব্র্যান্ড ‘ভেজ ননভেজ’-এর স্নিকার্স পরলেন মিস্টার আহুজা ৷ তবে এই ফ্যাশন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হতে হল ফ্যাশনিস্তার সদ্য বিবাহিত বরকে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিসেপশনে সোনমের লেহেঙ্গা, শেরওয়ানির সঙ্গে আনন্দ পরলেন স্নিকার্স
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement