Sonakshi-Zaheer: চরম অন্তরঙ্গতা! হানিমুনে গিয়ে আচমকা কী হল সোনাক্ষীর? স্ত্রীর জন্য শেষে যা করতে হল জাহিরকে...

Last Updated:

Sonakshi-Zaheer: তাঁদের প্রেমযাপনের ছবিই যেন রাঙিয়ে তুলেছে নেটদুনিয়াকে। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম ছবিতে কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

চরম অন্তরঙ্গতা! হানিমুনে গিয়ে আচমকা কী হল সোনাক্ষীর? স্ত্রীর রাগ কমাতে যা করতে হল জাহিরকে...
চরম অন্তরঙ্গতা! হানিমুনে গিয়ে আচমকা কী হল সোনাক্ষীর? স্ত্রীর রাগ কমাতে যা করতে হল জাহিরকে...
মুম্বই: বিয়ের এক সপ্তাহ কাটতে না কাটতেই মধুচন্দ্রিমায় মজলেন নবদম্পতি সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। আর তাঁদের প্রেমযাপনের ছবিই যেন রাঙিয়ে তুলেছে নেটদুনিয়াকে। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম ছবিতে কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই ধরা পড়ল তারকাজুটির স্বপ্নের মতো অন্তরঙ্গ মুহূর্ত!
অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলির মধ্যে ছিল নবদম্পতির মিষ্টি একটা সেলফি। পুলের মধ্যে সূর্যাস্তের শেষ আভাটুকু মেখে নিচ্ছেন সোনাক্ষী এবং জাহির। আর একটি ছবিতে দেখা যায়, পুলের একেবারে ধারে বসে রয়েছেন সোনাক্ষী। আর তাঁকে ধরে রয়েছেন জাহির। যদিও এই ছবিগুলিতে কোনও ক্যাপশন ছিল না, তা-ও দেখেই বোঝা যাচ্ছিল যে, এই জুটির মধ্যে ভালবাসা কতটা গভীর।
advertisement
advertisement
তবে অন্যদিকে জাহির নিজের স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, সোনাক্ষীর পরনে রয়েছে সাধারণ একটা কালো টি-শার্ট। অভিনেত্রী কোনও কারণে যেন হাসিতে ফেটে পড়ছেন। মুখে হাত দিয়ে হাসি থামানোর চেষ্টা করেও পারছেন না তিনি। জাহির ক্যাপশনে লিখেছেন, “ও আমার উপর রাগ করে চেঁচাতে গিয়েছিল। কিন্তু এর পরিবর্তে আমি ওকে হাসিয়ে দিয়েছি।” আবার স্টোরির ভিডিও-র হ্যাশট্যাগে জাহির লিখেছেন, ‘হাজব্যান্ড হ্যাকস’।
advertisement
আর একটি ছবিতে জাহিরের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে সোনাক্ষীকে। ক্যাপশনে লিখেছেন, “কী সুন্দর দিন।” আর বিশেষ দিনে সোনাক্ষী পরে নিয়েছিলেন নজরকাড়া একটি ড্রেস। অভিনেত্রীর পরনে ছিল বাদামী রঙা স্ট্র্যাপি বডিকোন ড্রেস। আর জাহির পরেছিলেন সাদা টি-শার্ট এবং ডেনিম।
advertisement
গত ২৩ জুন গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। রেজিস্ট্রি বিয়ের আসর বসেছিল অভিনেত্রীর বান্দ্রার বাসভবনে। বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় দারুণ সব ছবি এবং ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওটিতে দেখা যায়, রেজিস্ট্রির সময় গলা ফাটাচ্ছেন সোনাক্ষী এবং জাহিরের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। এমনকী সোনাক্ষীর জীবনের এই বিশেষ মুহূর্তে তাঁর পাশে উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহাও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonakshi-Zaheer: চরম অন্তরঙ্গতা! হানিমুনে গিয়ে আচমকা কী হল সোনাক্ষীর? স্ত্রীর জন্য শেষে যা করতে হল জাহিরকে...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement