হোম /খবর /বিনোদন /
মাঝরাতে ঘুম থেকে উঠে জানেন কী করেন সোনাক্ষি? ভাইরাল হলো ভিডিও !

মাঝরাতে ঘুম থেকে উঠে জানেন কী করেন সোনাক্ষি? ভাইরাল হলো ভিডিও !

সত্যি বাবা, এই সেলিব্রিটিরা আছেন দারুণ ৷ সারাদিন শুধুই সোশ্যাল নেটওয়ার্কেই থাকেন ব্যস্ত ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সত্যি বাবা, এই সেলিব্রিটিরা আছেন দারুণ ৷ সারাদিন শুধুই সোশ্যাল নেটওয়ার্কেই থাকেন ব্যস্ত ৷ কখন কী করছেন, কখন কী খাচ্ছেন, কীভাবে ঘুমোচ্ছেন সব কিছুর আপডেট দিতে গিয়ে অলটাইম ইনস্টাগ্রাম, ফেসবুকে নেমে পড়েন তাঁরা ৷ আর করোনা আবহে এব লকডাউনে এই অভ্যাস যেন একটু বেশিই ! ভাবছেন এই সেলিব্রিটিদের নিয়ে পুরনো কাসুন্দি কেন ঘাঁটছি? এ আবার নতুন খবর কী?

নতুন খবরটা হলো সোনাক্ষি সিনহাকে নিয়ে ৷ এই তো কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কে দারুণ ট্রোল হয়েছিলেন সোনাক্ষি ৷ প্রথম থেকেই তাঁর মেদ ভর্তি শরীর নিয়ে শুনতে হতো নানা কু-কথা ৷ প্রথম প্রথম চুপ থাকলেও, সোনাক্ষি কিন্তু পরে এসবেরই দারুণ জবাব দিয়েছেন, নানা ভিডিও পোস্টের মধ্যে দিয়ে ৷
View this post on Instagram

A post shared by Sonakshi Sinha (@aslisona)

তবে এবার আর প্রতিবাদ নয়, বরং তিনি প্রতিদিন মাঝরাতে চুপি চুপি যেটা করেন, তাই প্রকাশ্যে তুলে আনলেন সোনাক্ষি ৷
সম্প্রতি সোনাক্ষি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ভিডিও ৷ যেখানে দেখা যাচ্ছে রাতের পোশাক, রীতিমতো কালো কাপড়ে গা ঢাকা দিয়ে রান্নাঘরে হাজির হয়েছেন তিনি ৷ আর হাতের সামনে স্ন্যাক্সের প্যাকেট নিয়েই চম্পট !এই ভিডিও পোস্ট করে সোনাক্ষি লিখলেন, হ্যাঁ হ্যাঁ, আমি মিডনাইট স্ন্যাকার, আপনাদের মতোই ৷ শুধুই তফাৎ আমি রিল বানাই , আপনারা নয় !
Published by:Akash Misra
First published:

Tags: Sonakshi Sinha