Rupankar Bagchi-KK: অনুমতি নিয়ে সমযোদ্ধাদের নাম নেওয়া উচিত ছিল! বাংলার শিল্পীদের প্রসঙ্গে রূপঙ্কর

Last Updated:

এখন ডিলিট করা সেই ভিডিওয় রূপঙ্কর ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, সোমলতা আচার্য, রূপম ইসলামের নাম করে বলেছিলেন, ''হু ইজ কেকে ম্যান? আমরা সবাই কেকে-র থেকে অনেক বেশি ভাল গান গাই।''

#কলকাতা: কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকে-র প্রয়াণের তিন দিন পরে অবশেষে মুখ খুললেন রূপঙ্কর বাগচী। সমাপতনের শিকার হয়েছিলেন বাংলার গায়ক। কেকে-র মৃত্যুর এক দিন আগে রূপঙ্কর ফেসবুকে একটি লাইভ ভিডিও করেন। যেখানে তিনি তির্যক মন্তব্য করেছিলেন প্রয়াত গায়কের নাম নিয়ে। তার পরেই দুর্ভাগ্যজনক ভাবে অসুস্থ হয়ে প্রয়াত হন কেকে। তার পর থেকেই রূপঙ্করের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠেন বাংলার মানুষ। তাঁকে কটাক্ষ করা ছাড়াও তাঁর স্ত্রীর ফোনে হুমকি র মেসেজ পাঠানো হয় বলে দাবি করেছেন রূপঙ্কর।
কেকে-র চলে যাওয়ার তিন দিন পর শুক্রবার সাংবাদিক সম্মেলেনের আয়োজন করে বিবৃতি পাঠ করেন রূপঙ্কর। যেখানে তিনি প্রথমেই কেকে-র পরিবারের কাছে দুঃখপ্রকাশ করেন। তিনি পাঠ করেন, ''বিগত কয়েদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার যে ভিডিওটি ভাইরাল সেটি আমি ডিলিট করলাম। কেকে আজ যেখানেই থাকুন ঈশ্বর যেন ওঁকে শান্তিতে রাখেন।''
তার পরেই এই কঠিন সময়ের কথা উল্লেখ করে বলেন, ''আমার সঙ্গীতজীবনে এরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, ওড়িশায় বসে তৈরি করা একটি ভিডিও এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার গোটা পরিবারকে এমন অবস্থায় ফেলে দেবে, আমি ভাবিনি।''
advertisement
advertisement
সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই রূপঙ্কর বলেন, ''একইসঙ্গে তাই আরও কিছু সমযোদ্ধার নাম করেছিলাম, যাঁদের ট্যালেন্ট আমার মতে, জাতীয় পর্যায়ের। পরে মনে হয়েছে, নামগলো বলার আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল। কিন্তু আবারও বলি, এককভাবে ইস্যুটাকে দেখিনি আমি। কেকে-র মতো ভারতবিখ্যাত পারফর্মারের নামটা নিছক প্রতীক ছিল। নিছক উপলক্ষ্য। লক্ষ্য কখনও তিনি ছিলেন না। থাকার প্রশ্নও নেই।''
advertisement
প্রসঙ্গত এখন ডিলিট করা সেই ভিডিওয় রূপঙ্কর ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, সোমলতা আচার্য, রূপম ইসলামের নাম করে বলেছিলেন, ''হু ইজ কেকে ম্যান? আমরা সবাই কেকে-র থেকে অনেক বেশি ভাল গান গাই। কিন্তু আমাদের নিয়ে তাহলে আপনারা কেন এমন উত্তেজনা বোধ করেন না বলুন তো।'' কিন্তু ইমন তাঁর সঙ্গে সহমত নন বলে জানিয়েছিলেন দুদিন আগে। তাঁর মতে, রূপঙ্করকে যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত। কিন্তু তাঁর নাম নিয়ে রূপঙ্কর যা বলেছিলেন, তা মানেন না তিনি। তাঁদের নাম নেওয়ার আগে এক বার তাঁর অনুমতি নেওয়া উচিত ছিল।
advertisement
রূপঙ্কর আরও জানিয়েছেন, তাঁর কেকের প্রতি কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। তাঁর কথায়, "আমি শুধু কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ করে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্যও আপনারা এরকম দরদ দেখান।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupankar Bagchi-KK: অনুমতি নিয়ে সমযোদ্ধাদের নাম নেওয়া উচিত ছিল! বাংলার শিল্পীদের প্রসঙ্গে রূপঙ্কর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement