Shreya Ghoshal: 'চকাচক' গানে একেবারে সারার মতো নাচলেন শ্রেয়া ঘোষাল!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Shreya Ghoshal: গান তো অনেক হল। এবার দেখুন চকাচক শ্রেয়ার নাচ! মুহূর্তে ভাইরাল ভিডিও
#মুম্বই: শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বলিউড শুধু নয় টলিউডেরও জনপ্রিয় গায়িকা তিনি। শ্রেয়ার গান শোনেননি এমন মানুষ মেলা দুষ্কর। 'দেবদাস' ছবিতে গান গেয়ে প্রথম বলিউডে পা রেখেছিলেন শ্রেয়া। প্রথম ব্রেক সঞ্জয়লীলা বনশালির ছবিতে। মাধুরী, ঐশ্বর্যর মতো অভিনেত্রীদের জন্য গান। প্রথম গান থেকেই শ্রেয়া (Shreya Ghoshal)জনপ্রিয়।
শ্রেয়াকে (Shreya Ghoshal) এরও অনেক আগে মাত্র ১১ বছর বয়সে রিয়ালিটি শোতে অংশ নিতে দেখা গিয়েছিল। সোনু নিগম থেকে উদিত নারায়ণ অবাক হয়েছিলেন ছোট্ট মেয়ের গায়কিতে। লতা মঙ্গেশকরের মতো গায়িকাও শ্রেয়ার প্রসংশায় পঞ্চমুখ হয়েছেন।
advertisement
advertisement
একটা সময় শ্রেয়া একাই সব ছবিতে কণ্ঠ দিতেন। এখন কাজ কিছুটা কমলেও, শ্রেয়াকে ছাড়া গানের কথা ভাবা যায় না। বাংলা ছবিতেও একের পর গান গেয়েছেন শ্রেয়া (Shreya Ghoshal)। কিছু মাস আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আদরের ছেলেকে নিয়ে মেতে আছেন গায়িকা। তার মাঝেও চলছে গানের কাজ। বের করেছেন মিউজিক ভিডিও।
advertisement
এছাড়াও শ্রেয়া (Shreya Ghoshal) সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা কিছু তিনি পোস্ট করেন। কখনও খালি গলায় গান গেয়েও শেয়ার করেন তিনি। বিশেষ করে ইনস্টাগ্রামে। সামনেই মুক্তি পাবে সারা আলি খান, অক্ষয় কুমার ও ধানুশ অভিনীত ছবি 'আতরঙ্গি রে'। এই ছবির গান 'চকাচক' ইতিমধ্যে সকলেই দেখে ফেলেছেন। শ্রেয়া এই গানটি গেয়েছেন। এক গানে মন জিতেছেন শ্রেয়া। সেই সঙ্গে নেচে মাতিয়েছেন সারা আলি খান।
advertisement
আরও পড়ুন: 'আমি কেক পায়নি মা, ডেলিভারি হয়নি!' ফোনে কান্না জুড়লেন প্রসেনজিৎ ! নিজেকেই ভাঙলেন নিজে! ভাইরাল ভিডিও
তবে এবার শুধু গান নয়। নাচ করলেন শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। চকাচক গানে নেচে একটি ভিডিও তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। নিজের গানেই নেচে রিল ভিডিও বানালেন তিনি। ভিডিওটি দেখেই প্রশংসায় ভরিয়েছেন ভক্তরা। শ্রেয়াকে মাঝে মধ্যেই এমন নানা ভিডিও পোস্ট করতে দেখা যায়। এবার শ্রেয়ার গানের সঙ্গে মানুষের মনে জায়গা করে নিল তাঁর মিষ্টি নাচ। যদিও চকাচক গান এখন রিল দুনিয়ায় সুপারহিট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2021 9:06 PM IST






