Prosenjit Chatterjee: 'আমি কেক পায়নি মা, ডেলিভারি হয়নি!' ফোনে কান্না জুড়লেন প্রসেনজিৎ ! নিজেকেই ভাঙলেন নিজে! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Prosenjit Chatterjee: শেষে কেক পেলেন না প্রসেনজিৎ! ফের হল না ডেলিভারি! রাগের চোটে এসব কী করছেন প্রসেনজিৎ! দেখুন ভাইরাল ভিডিও
#কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। টলিউডের সুপারস্টার তিনি। গোটা দুই থেকে তিন দশক একাই সব ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। টলিউডের সকলের প্রিয় বুম্বাদা তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত , দেবশ্রী রায় হোক বা আজকের সময়ের কোয়েল। সকলের সঙ্গেই মানানসই তিনি। আবার বলিউডের জুহি চাওলা হোক বা ফারহা সকলের নায়ক তিনি। একের পর এক ছবি। সুপারহিট।
তবে প্রসেনজিতেরProsenjit Chatterjee) অভিনয়ের খোলস বদলে দেন পরিচালক ঋতুপর্ণ সেনগুপ্ত। তিনি যে শুধু, 'দাঁত চিবিয়ে, মা', বলে কসম খেয়ে মারপিট করেন তা নয়। তিনি অভিনয় দক্ষতায় সেরার সেরা। তবে প্রসেনজিতের ৯০-এর দশকের বাংলা ছবি নিয়ে অনেক সময় নানা মজা করা হয়। কখনও দেখা যায় মীরের কমেডি শোতে এসে কেউ নকল করছে বুম্বাদার সংলাপ। আবার কখনও রচনার শোতে গিয়ে বুম্বাদাকে হুবহু নকল করে দেখাচ্ছে কেউ। তবে এই সব দেখে দারুণ মজা পান প্রসেনজিৎ নিজেও। তবে নিজের এই সময়কার অভিনয় নিয়ে তাঁকে কখনও কিছু বলতে দেখা যায়নি। কারণ ওই সময়টায় ওই চড়া দাগের অভিনয় মানুষ বেশি পছন্দ করেছে।
advertisement
advertisement
advertisement
তবে যুগের সঙ্গে সঙ্গে বদলেছে সিনেমা ও অভিনয়ের আনাচ-কানাচ। প্রসেনজিৎওProsenjit Chatterjee) নিজেকে নানাভাবে বদলেছেন বার বার। আর এখানেই তিনি সফল এবং সকলের থেকে আলাদা। কিছুদিন আগেই বুম্বাদা একটা সমস্যায় পড়েছিলেন। বাড়িতে গেস্ট বসে আছে। অনলাইনে খাবার অর্ডার করেছেন তিনি। কিন্তু বহু সময় পর সেই খাবার সার্ভিস কোম্পানি জানায় তারা ডেলিভারি দিতে পারবে না। ব্যস যাবে কোথায়, সোজা নামি ব্যক্তিদের ট্যাগ করে ট্যুইটারে অভিযোগ করে বসেন প্রসেনজিৎ। তারপর ক্ষমা চাওয়া, ট্যুইটারে মিম শেয়ার থেকে নানা কিছু হয়েছে।
advertisement
এবার নিজেরProsenjit Chatterjee) জীবনে ঘটে যাওয়া এই বিষয়টা নিয়েই মজার একটি বিজ্ঞাপন শ্যুট করেছেন প্রসেনজিৎ। একটি বিস্কুট, কেক তৈরির কোম্পানির বিজ্ঞাপন। সামনেই বড়দিন। এই দিন সকলে কেক খায়। কিন্তু আবারও বুম্বাদার কাছে কেক আসেনি। এবার কী হবে। একেবারে ৯০-এর দশকের সিনেমার স্টাইলে দাঁত কামড়ে মাকে ফোনে বলছেন তিনি, "মা, আমি কেক পায়নি মা, বিশ্বাস করো এখনো ডেলিভারি হয়নি মা, এখনো ডেলিভারি হয়নি।" বলতে বলতে রেগে যান তিনি। সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে ওঠে ট্যুইটারে শেয়ার হচ্ছে 'বুম্বাদা ইজ হাঙ্গরি।" 'বুম্বাদা কেক পায়নি।" এসবের মধ্যেই বেল বাজে এবং তাঁর গায়ে পড়ে প্রচুর কেক। এই হল বিজ্ঞাপন। কিন্তু মজার বিষয় হল, গোটা বিষয়টাকে দারুণ মজার ছলে তুলে ধরেছেন প্রসেনজিৎ। নিজেই নিজের ৯০-এর দশকের অভিনয়ের নকল করেন। আর ডেলিভারি না পাওয়া নিয়ে নিজেই এমন মজা করতে পারেন। তা এই বিজ্ঞাপন না দেখলে বিশ্বাস করা মুশকিল। ট্যুইটারে, ফেসবুকে ফের ট্রেন্ডিং এই বিজ্ঞাপন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2021 7:56 PM IST










