Shiboprosad Mukherjee : ‘কণ্ঠ’ ছবি ছাড়িয়েছে পুরনো নেশা, অনুরাগীর বার্তাকে কুর্নিশ পরিচালকের

Last Updated:

সেরকম স্বীকৃতি বহু বার পেয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ তার মধ্যে একটি তিনি সম্প্রতি পোস্ট করেছেন ৷ এক অনুরাগীর বার্তা তিনি বিশেষ গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন ফেসবুকে ৷

কলকাতা : বিনোদনকে ছাপিয়ে দর্শককে ছুঁয়ে যায় ছবির বার্তা ৷ পরিচালকের মুনসিয়ানা লুকিয়ে সেখানেই ৷ সেরকম স্বীকৃতি বহু বার পেয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ তার মধ্যে একটি তিনি সম্প্রতি পোস্ট করেছেন ৷ এক অনুরাগীর বার্তা তিনি বিশেষ গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন ফেসবুকে ৷
নেটিজেন তথা অনুরাগী অভিষেক মল্লিক সেই বার্তা পাঠিয়েছিলেন শিবপ্রসাদকে ৷ সেখানে অভিষেক বলেছেন, তিনি শিবপ্রসাদের ভক্ত ৷ তবে ভক্তি ও শ্রদ্ধা আরও গাঢ় হয়েছে ‘কণ্ঠ’ ছবিটি দেখার পর ৷ ছবির গল্প এবং শিবপ্রসাদের অভিনয় তাঁকে ছুঁয়ে গিয়েছে ৷ এতটাই, যে ‘কণ্ঠ’ দেখার পর সিগারেট স্পর্শ করেননি তিনি ৷ সিগারেটের দিকে তাকাতে তাঁর ভয় করছে ৷
advertisement
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কণ্ঠ’ ছবির নামভূমিকায় ছিলেন শিবপ্রসাদ ৷ চিত্রনাট্যে তিনি রেডিয়ো জকি অর্জুন মল্লিক ৷ জনপ্রিয়তার শিখরে থকার সময়েই কর্কটরোগ বাসা বেঁধেছিল অর্জুনের কণ্ঠে ৷ তার পর অসুখকে জয় করে অর্জুন ফিরে আসে জীবনে ৷ ছন্দ ফিরে আসতে দেরি হয়েছিল ঠিকই ৷ তাঁর ভাঙা, ফ্যাসফ্যাসে কণ্ঠস্বরকেও আপন করে নিয়েছিল দর্শকহৃদয় ৷
advertisement
advertisement
ছবিতে শিবপ্রসাদের সঙ্গে অভিনয়ের যোগ্য সঙ্গত দিয়েছিলেন পাওলি দাম, জয়া আহসান, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, পরান বন্দ্যোপাধ্যায়, তনিমা সেন, বরুণ চন্দর মতো বলিষ্ঠ শিল্পীরা ৷ ‘কণ্ঠ’ দেখিয়েছিল গলার ক্ষত আড়াল করার স্কার্ফ হয়ে উঠতে পারে অসুখজয়ী স্টাইল স্টেটমেন্টও ৷ ‘কণ্ঠ’ আবার দেখাল, চলচ্চিত্রের প্রভাব দর্শকদের জীবনে কতটা সুদূরপ্রসারী ৷
advertisement
অভিষেক কিন্তু বাচিকশিল্পী নন ৷ তিনি দর্শনশিক্ষক ৷ বাংলা চলচ্চিত্রের নতুন ধারা এগিয়ে চলুক শিবপ্রসাদের মতো পরিচালকের হাত ধরে ৷ শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ শিবপ্রসাদের মতো পরিচালক যেন এভাবেই সুস্থ চিন্তা করতে শেখান, অভিলাষ অভিষেকের ৷
এই পোস্ট শিবপ্রসাদ শেয়ার করেছিলেন ৩১ মে ৷ বিশ্ব তামাকবিরোধী দিবসে ৷ পোস্ট নিয়ে নেটিজেনরা চর্চায় মগ্ন এখনও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shiboprosad Mukherjee : ‘কণ্ঠ’ ছবি ছাড়িয়েছে পুরনো নেশা, অনুরাগীর বার্তাকে কুর্নিশ পরিচালকের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement