Shiboprosad Mukherjee : ‘কণ্ঠ’ ছবি ছাড়িয়েছে পুরনো নেশা, অনুরাগীর বার্তাকে কুর্নিশ পরিচালকের

Last Updated:

সেরকম স্বীকৃতি বহু বার পেয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ তার মধ্যে একটি তিনি সম্প্রতি পোস্ট করেছেন ৷ এক অনুরাগীর বার্তা তিনি বিশেষ গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন ফেসবুকে ৷

কলকাতা : বিনোদনকে ছাপিয়ে দর্শককে ছুঁয়ে যায় ছবির বার্তা ৷ পরিচালকের মুনসিয়ানা লুকিয়ে সেখানেই ৷ সেরকম স্বীকৃতি বহু বার পেয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ তার মধ্যে একটি তিনি সম্প্রতি পোস্ট করেছেন ৷ এক অনুরাগীর বার্তা তিনি বিশেষ গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন ফেসবুকে ৷
নেটিজেন তথা অনুরাগী অভিষেক মল্লিক সেই বার্তা পাঠিয়েছিলেন শিবপ্রসাদকে ৷ সেখানে অভিষেক বলেছেন, তিনি শিবপ্রসাদের ভক্ত ৷ তবে ভক্তি ও শ্রদ্ধা আরও গাঢ় হয়েছে ‘কণ্ঠ’ ছবিটি দেখার পর ৷ ছবির গল্প এবং শিবপ্রসাদের অভিনয় তাঁকে ছুঁয়ে গিয়েছে ৷ এতটাই, যে ‘কণ্ঠ’ দেখার পর সিগারেট স্পর্শ করেননি তিনি ৷ সিগারেটের দিকে তাকাতে তাঁর ভয় করছে ৷
advertisement
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কণ্ঠ’ ছবির নামভূমিকায় ছিলেন শিবপ্রসাদ ৷ চিত্রনাট্যে তিনি রেডিয়ো জকি অর্জুন মল্লিক ৷ জনপ্রিয়তার শিখরে থকার সময়েই কর্কটরোগ বাসা বেঁধেছিল অর্জুনের কণ্ঠে ৷ তার পর অসুখকে জয় করে অর্জুন ফিরে আসে জীবনে ৷ ছন্দ ফিরে আসতে দেরি হয়েছিল ঠিকই ৷ তাঁর ভাঙা, ফ্যাসফ্যাসে কণ্ঠস্বরকেও আপন করে নিয়েছিল দর্শকহৃদয় ৷
advertisement
advertisement
ছবিতে শিবপ্রসাদের সঙ্গে অভিনয়ের যোগ্য সঙ্গত দিয়েছিলেন পাওলি দাম, জয়া আহসান, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, পরান বন্দ্যোপাধ্যায়, তনিমা সেন, বরুণ চন্দর মতো বলিষ্ঠ শিল্পীরা ৷ ‘কণ্ঠ’ দেখিয়েছিল গলার ক্ষত আড়াল করার স্কার্ফ হয়ে উঠতে পারে অসুখজয়ী স্টাইল স্টেটমেন্টও ৷ ‘কণ্ঠ’ আবার দেখাল, চলচ্চিত্রের প্রভাব দর্শকদের জীবনে কতটা সুদূরপ্রসারী ৷
advertisement
অভিষেক কিন্তু বাচিকশিল্পী নন ৷ তিনি দর্শনশিক্ষক ৷ বাংলা চলচ্চিত্রের নতুন ধারা এগিয়ে চলুক শিবপ্রসাদের মতো পরিচালকের হাত ধরে ৷ শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ শিবপ্রসাদের মতো পরিচালক যেন এভাবেই সুস্থ চিন্তা করতে শেখান, অভিলাষ অভিষেকের ৷
এই পোস্ট শিবপ্রসাদ শেয়ার করেছিলেন ৩১ মে ৷ বিশ্ব তামাকবিরোধী দিবসে ৷ পোস্ট নিয়ে নেটিজেনরা চর্চায় মগ্ন এখনও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shiboprosad Mukherjee : ‘কণ্ঠ’ ছবি ছাড়িয়েছে পুরনো নেশা, অনুরাগীর বার্তাকে কুর্নিশ পরিচালকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement