তুনিশার প্রাক্তন প্রেমিকের বদলে প্রাক্তন নায়ক? সিজানের বদলে আলিবাবা কি অভিষেক

Last Updated:

গত সোমবার রাত ২টো নাগাদ সেই সেটেই পুলিশ সিজানকে নিয়ে যায়। সেখানে একটা কাগজের টুকরো মেলে। যার একদিকে লেখা, 'সিজান', অন্য দিকটায় লেখা 'তুনিশা'।

#মুম্বই: গত শনিবার 'আলি বাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে তুনিশা শর্মার নিথর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, অভিনেত্রী আত্মঘাতী হয়েছিলেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রয়াত নায়িকার প্রাক্তন প্রেমিক সিজান খানকে।
আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন ধারাবাহিকে 'আলিবাবা' চরিত্রের অভিনেতা। এই মুহূর্তে সেই চরিত্র থেকে সরিয়ে দেওয়া হবে সিজানকে। তেমনটাই শোনা যাচ্ছে মুম্বই টেলিপাড়া সূত্রে। মুখ্য ভূমিকায় সম্ভবত দেখা যাবে অভিষেক নিগামকে।
advertisement
advertisement
প্রসঙ্গত অভিষেকের সঙ্গে আগে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তুনিশা। তাঁরই প্রাক্তন নায়ক এবার এই মেগাতে দেখা দেবেন বলে গুঞ্জন। কিন্তু সেই ধারাবাহিকে আর তুনিশাকে দেখা যাবে না কোনও দিন। 'হিরো গায়েব মোড অন' মেগাতে একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক এবং প্রয়াত নায়িকা। যদিও এই খবরে নির্মাতাদের পক্ষ থেকে শিলমোহর পড়েনি।
advertisement
গত সোমবার রাত ২টো নাগাদ সেই সেটেই পুলিশ সিজানকে নিয়ে যায়। সেখানে একটা কাগজের টুকরো মেলে। যার একদিকে লেখা, 'সিজান', অন্য দিকটায় লেখা 'তুনিশা'। সেই পৃষ্ঠাতেই অস্পষ্ট ভাবে লেখা, 'সিজান আমার মতো সহ-অভিনেত্রী পেয়েছে ওর ভাগ্য ভাল।' সুইসাইড নোট না মিললেও আপাতত সেই নোটের ভিত্তিতে তদন্ত চলছে। এছাড়া সিজানের ফোন খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তুনিশার প্রাক্তন প্রেমিকের বদলে প্রাক্তন নায়ক? সিজানের বদলে আলিবাবা কি অভিষেক
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement