Pathaan: এ বার আমিরের রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ! ২য় সপ্তাহেও ছুটছে 'পাঠান'

Last Updated:

Pathaan: ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে ৪৫৩ কোটি ও বিদেশে ২৭৬ কোটি টাকা আয় করেছে ছবিটি।

দঙ্গলের রেকর্ড ভাঙল পাঠান
দঙ্গলের রেকর্ড ভাঙল পাঠান
কলকাতা: প্রথম দিনেই বিশ্বব্যাপী দেখার মতো ব্যবসা। 'পাঠান' যে লম্বা রেসের ঘোড়া, তা শুরুতেই প্রমাণ হয়ে গিয়েছিল। এ বার আরও এক নতুন রেকর্ড গড়ল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারটি। হিন্দি ছবি হিসেবে বক্স অফিসে 'দঙ্গল'-এর সর্বকালের ব্যবসাকে ছাড়িয়ে গেল ছবিটি। পরিসংখ্যান বলছে, সারা বিশ্ব জুড়ে ৭২৯ কোটি আয় করেছে 'পাঠান'। যা আগে আর অন্য কোনও হিন্দি ছবি করেনি।
তবে 'পাঠান' অন্যান্য ভাষার সংস্করণের ব্যবসার নিরিখে এখনও 'দঙ্গল'কে টেক্কা দিতে পারেনি। ২০১৭ সালে চিনে ম্যান্ডারিনে মুক্তি পেয়েছিল আমির খানের ছবিটি। সেখান থেকেই শুধু ১২০০ কোটি আসে 'দঙ্গল'-এর ঝুলিতে।
advertisement
advertisement
চার বছর পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন। স্বাভাবিক ভাবেই 'পাঠান' নিয়ে দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে ৪৫৩ কোটি ও বিদেশে ২৭৬ কোটি টাকা আয় করেছে ছবিটি।
বিগত কয়েক বছরে লাগাতার ব্যর্থতা, রকমারি বিতর্ক, বিগত কয়েক বছরে একাধিক ঝড়-ঝাপটা সামলেছেন শাহরুখ। 'পাঠান'-এর হাত ধরে ফিরে এলেন তিনি। বুঝিয়ে দিলেন, বলিউডে রাজার সিংহাসন শুধু তাঁরই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan: এ বার আমিরের রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ! ২য় সপ্তাহেও ছুটছে 'পাঠান'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement