প্রেমের মাসেই গাঁটছড়া বাঁধবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। প্রেম দিবসের আগেই, ৬ ফেব্রুয়ারি বিয়ের আসর বসবে রাজস্থানের জয়সলমীরে
কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার, আত্মীয়সজনের উপস্থিতিতেই বিয়ে করবেন ‘শেরশাহ’-র নায়ক-নায়িকা।
সম্পূর্ণ পঞ্জাবি রীতিতে বিয়ে হবে। ৬ তারিখ সাতপাক ঘুরবেন বলি তারকা জুটি। কিন্তু তার আগে ৪ এবং ৫ তারিখও মহা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
কিন্তু তার আগে ৪ এবং ৫ তারিখও মহা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন দিনের রাজকীয় বিয়ে যাকে বলে!
জয়সলমীরের সূর্যগড় প্যালেস বুক করা হয়েছে মোট ৪ দিনের জন্য। আমন্ত্রিতদের তালিকায় ইন্ডাস্ট্রির তারকারাও রয়েছেন
কিন্তু কেবল বিয়ে দেখে, খাওয়াদাওয়া করে বাড়ি ফিরে যাবেন না কেউই। হবু দম্পতি অতিথিদের জন্য মজাদার কার্যকলাপের বন্দোবস্ত করেছেন।
থাকবে মরুভূমি ঘুরে দেখার সুযোগ। সাফারি করতে পারবেন অতিথিরা। রাজস্থানি খাবারের স্টল বসবে ফোর্টজুড়ে।
তা ছাড়া থাকছে হোটেলের স্পা করানোর সুবিধা। রাজস্থানের জনপ্রিয় লোকগান, নাচ দেখানোর ব্যবস্থাও করেছেন কিয়ারা-সিড। বিয়ে নয়, এ যেন সফরসূচি!
বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। তিন দিনের রাজকীয় বিয়ের পর কিয়ারা এবং সিদ্ধার্থ দিল্লি এবং মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করে রেখেছেন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন