Shah Rukh Khan: কয়েকশো কোটি পাঠানের ঝুলিতে! তবে ব্যবসা নয়, কী পেতে ছবি করেন শাহরুখ

Last Updated:

Shah Rukh Khan: ছবি তৈরির ক্ষেত্রে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বিনোদনই হবে শেষ কথা। এমনটাই বক্তব্য শাহরুখের।

'পাঠান'-এর সাফল্যের পর অনুরাগীদের উদ্দেশে বার্তা আপ্লুত শাহরুখের
'পাঠান'-এর সাফল্যের পর অনুরাগীদের উদ্দেশে বার্তা আপ্লুত শাহরুখের
কলকাতা: সব যুদ্ধ শেষে জিতে যাবে ভালবাসা। পর্দায় হোক বা তার বাইরে, এ বার্তাই বারবার সকলের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। শাহরুখ খান। সব ঝড়ঝাপটা শেষে 'পাঠান'-এর সাফল্যের পর আরও একবার সে কথাই মনে করিয়ে দিলেন বলিউডের 'ভালবাসার বিগ্রহ'।
চার বছর পর পর্দায় ফিরলেন শাহরুখ। কিন্তু 'পাঠান' মুক্তির আগেই বয়ে গিয়েছে বিতর্কের ঝড়। কখনও নায়িকার পোশাকের রং নিয়ে বিক্ষোভ-তরজা। কখনও আবার ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে আইনি জটিলতা। প্রবল বাধাবিপত্তি পেরিয়ে পর্দায় আবির্ভাব 'পাঠান'-এর। এই প্রথম নিজের ছবিকে ঘিরে যাবতীয় বিতর্ক নিয়ে মুখ খুললেন শাহরুখ।
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
ছবি তৈরির ক্ষেত্রে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বিনোদনই হবে শেষ কথা। এমনটাই বক্তব্য শাহরুখের। নিজের বক্তব্য বোঝাতে তিনি বলেন, "দীপিকা অমর, আমি আকবর, জন অ্যান্টনি। কোনও মানুষ, সংস্কৃতি বা জীবনের যে কোনও ক্ষেত্রেই আমরা কোনও ভেদাভেদ করি না।"
advertisement
দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেন, "আমরা আপনাদের ভালবাসি। তাই ছবি তৈরি করি। আপনারা আমাদের ভালবাসলে আমাদের ভাল লাগে। আমাদের ভালবাসুন। আমরা ভালবাসার কাঙাল।"
এখানেই থামেননি আপ্লুত 'পাঠান'। অভিনেতা জানান, বক্স অফিসের সাফল্য নয়, দর্শককে বিনোদন জোগানোর মাঝেই আনন্দ খুঁজে পান তিনি। ছবির মধ্যে দিয়ে নিজেদের সংস্কৃতি, পুরনো গল্পগুলিকে বাঁচিয়ে রাখতে চান শাহরুখ। যুগের সঙ্গে তাল মিলিয়ে শুধু বদলে নিয়েছেন গল্প বলার ধরন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: কয়েকশো কোটি পাঠানের ঝুলিতে! তবে ব্যবসা নয়, কী পেতে ছবি করেন শাহরুখ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement