Shah Rukh Khan: 'পাঠান' একেবারেই মনে ধরেনি! 'বিশেষ' এই দর্শকের জন্য শাহরুখের পরামর্শ চমকে দেবে
- Published by:Sanchari Kar
Last Updated:
Shah Rukh Khan: এক নেটিজেন এই ভিডিওটির দিকে শাহরুখের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ততায় উত্তর দিয়েছেন অভিনেতাও।
মুম্বই: বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখ খানের 'পাঠান' । এই ছবির হাত ধরেই চার বছর পর পর্দায় অভিনেতার প্রত্যাবর্তন । আপাতত বাদশা-বন্দনায় মেতে গোটা দেশ। কিন্তু ব্যতিক্রমও রয়েছে । এক খুদে দর্শকের পছন্দ হয়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার। টুইটারে একটি তার একটি ভিডিও ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে।
সেখানে সেই অহনা নামে একরত্তিকে প্রশ্ন করা হয়েছে, 'তুমি কোন ছবি দেখতে এসেছ?' সে উত্তর দেয়, 'পাঠান' । এর পরেই প্রশ্ন, 'ছবিটা তোমার ভাল লেগেছে?' খুদের সটান জবাব, 'না' ।
এক নেটিজেন এই ভিডিওটির দিকে শাহরুখের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ততায় উত্তর দিয়েছেন 'বাদশা'ও। তিনি লেখেন, ' আমাকে আরও পরিশ্রম করতে হবে । যে দর্শকরা বয়সে ছোট, তাদের হতাশ করা যাবে না। দেশের যুব সম্প্রদায়ের প্রশ্ন!'
advertisement
advertisement
এখানেই শেষ নয়। সেই খুদে দর্শকের জন্য একটি পরামর্শও দেন শাহরুখ। লেখেন 'ওকে ডিডিএলজে দেখান। হয়তো ওর রোম্যান্টিক ছবি পছন্দ। বাচ্চাদের মন বোঝা দায়!'
advertisement
শাহরুখের এই উত্তরে আপ্লুত নেটিজেনরা। অভিনেতার ট্যুইটের নীচে মন্তব্য করে সে কথা জানিয়েছেন অনেকেই।
বক্স অফিসে দুর্বার গতিতে ছুটছে 'পাঠান'। ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে ৪৫৩ কোটি ও বিদেশে ২৭৬ কোটি টাকা আয় করেছে ছবিটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 8:45 AM IST