দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক সময়ে টলিউডের চর্চিত জুটি। পর্দায় তাঁদের রসায়ন ঝড় তুলেছিল। শোনা যায়, রিলের প্রেম গড়িয়েছিল বাস্তবেও। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি।
2/ 6
তবে আজও তাঁদের ছবির বেশ কিছু গান অনুরাগীদের কাছে প্রেমের অ্যান্থেম। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই তালিকায়।
3/ 6
দেখেছি তোমাকে শ্রাবণে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ'-এ প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন দেব-শুভশ্রী। রাজ চক্রবর্তী পরিচালিত সেই ছবির গানে নায়ক-নায়িকার রসায়ন ছিল দেখার মতো।
4/ 6
মন জানে পরাণ যায় জ্বলিয়া রে ছবির এই গানে কয়েক মুহূর্তের জন্য দেব-শুভশ্রীকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। মাঝসমুদ্রে প্রমোদতরীর উপর তাঁদের আলিঙ্গনের সেই দৃশ্য দর্শক আজও মনে রেখেছে।
5/ 6
ঘুম ঘুম ওই চোখে 'রোমিও' ছবির এই গানে দেব-শুভশ্রী সমীকরণ মনে ধরেনি, এমন মানুষ মেলা দায়। এক দশক পরেও গানটির জনপ্রিয়তা কমেনি।
6/ 6
আমায় আদর কর 'খোকাবাবু' ছবির এই গান আজও অনেকের কাছে প্রেমের অ্যান্থেম। এই গানের সুরে দেব-শুভশ্রীর রসায়নে বুঁদ হয়েছিলেন অনেকেই।
Dev-Subhashree: 'সম্পর্ক' অতীত! দেব-শুভশ্রীর যে ঘনিষ্ঠ দৃশ্যগুলি পারদ চড়িয়েছে, দেখে নিন
দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক সময়ে টলিউডের চর্চিত জুটি। পর্দায় তাঁদের রসায়ন ঝড় তুলেছিল। শোনা যায়, রিলের প্রেম গড়িয়েছিল বাস্তবেও। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি।
Dev-Subhashree: 'সম্পর্ক' অতীত! দেব-শুভশ্রীর যে ঘনিষ্ঠ দৃশ্যগুলি পারদ চড়িয়েছে, দেখে নিন
দেখেছি তোমাকে শ্রাবণে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ'-এ প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন দেব-শুভশ্রী। রাজ চক্রবর্তী পরিচালিত সেই ছবির গানে নায়ক-নায়িকার রসায়ন ছিল দেখার মতো।
Dev-Subhashree: 'সম্পর্ক' অতীত! দেব-শুভশ্রীর যে ঘনিষ্ঠ দৃশ্যগুলি পারদ চড়িয়েছে, দেখে নিন
মন জানে পরাণ যায় জ্বলিয়া রে ছবির এই গানে কয়েক মুহূর্তের জন্য দেব-শুভশ্রীকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। মাঝসমুদ্রে প্রমোদতরীর উপর তাঁদের আলিঙ্গনের সেই দৃশ্য দর্শক আজও মনে রেখেছে।