Shah Rukh Khan: সবারই মতামত থাকে, কিন্তু সেগুলি তো... একী বললেন শাহরুখ! ডাংকির পর কি ক্ষুব্ধ বাদশা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Shah Rukh khan: শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি ইতিমধ্যেই বিশ্বরেকর্ড গড়েছে। ইতিমধ্যে শীতে কিং খানের সিনেমা ‘ডাংকি’ দর্শকদের মন কেড়ে নিয়েছে।
কলকাতাঃ বলিউডের ‘বাদশা’ তিনি একাই। ৬০-এর কোটায় এসেও বারেবারে হাতেকলমে প্রমাণ দিয়ে চলেছেন শাহরুখ খান। গত ৩০ বছর ধরে একটানা বলি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন কিং খান ৷ শুধু দেশেই নয়, সারা বিশ্বে তাঁর অগণিত ভক্ত। বলিউডের হার্টথ্রব শাহরুখ খানকে নিয়ে সবসময়েই চর্চা হয়েই চলেছে। ২০২৩ সালে একের পর এক রেকর্ড গড়েছেন শাহরুখ খান। শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি ইতিমধ্যেই বিশ্বরেকর্ড গড়েছে। ইতিমধ্যে শীতে কিং খানের সিনেমা ‘ডাংকি’ দর্শকদের মন কেড়ে নিয়েছে।
Ha ha u have heard the saying ‘opinions are like ______s, everyone has one!’ I work on belief not on opinions my friend. #Dunki https://t.co/D7fx29EUwz
— Shah Rukh Khan (@iamsrk) December 27, 2023
advertisement
advertisement
শাহরুখ খান বুধবার তাঁর এক্স (আগে ট্যুইটার নামে পরিচিত) একটি ‘আস্ক এসআরকে’ সেশন পরিচালনা করেন বুধবার। সেই প্রশ্ন-উত্তর সেশন-এ একজন ফ্যান প্রশ্ন করেন ‘‘তাঁকে কেউ ননসেন্স কিছু লিখলে তাঁর কী প্রতিক্রিয়া হয়? আগে শুধু পত্রিকা ও সংবাদমাধ্যম ছিল কিন্তু এখন সবার মতামত আছে? এটি কি আপনাকে প্রভাবিত করে বা আপনি বিরক্ত হন না?’’
advertisement
উত্তরে কিং খান লেখেন, ‘হা হা আপনি নিশ্চয় একটি কথা শুনেছেন মতামত ______ এর মতো, প্রত্যেকেরই একটি আছে!’ আমি কারও মতামত নয়, বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করি। #ডানকি।’ তিনি প্রচলিত প্রভাবের থেকে একটি শব্দ উহ্য করে লেখেন তিনি সকলের বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করেন কিন্তু তিনি কারুর মতামতকে গুরুত্ব দেন না।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 1:22 PM IST