Samadipta Mukherjee: বাগদান পর্ব সারলেন সারেগামাপা খ্যাত গায়িকা, ছবি ভাইরাল হতেই শুভেচ্ছার ঢেউ!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
কলকাতায় বিয়ের মরসুম। একের পর এক সেলিব্রেটি বিয়ের সাক্ষী থাকছে গোটা শহর। সম্প্রতি, বাগদান পর্ব সারলেন সারেগামাপা খ্যাত গায়িকা নজরকাড়া প্রতিযোগী সমদীপ্তা মুখোপাধ্যায়।
কলকাতাঃ কলকাতায় বিয়ের মরসুম। একের পর এক সেলিব্রেটি বিয়ের সাক্ষী থাকছে গোটা শহর। সম্প্রতি, বাগদান পর্ব সারলেন সারেগামাপা খ্যাত গায়িকা নজরকাড়া প্রতিযোগী সমদীপ্তা মুখোপাধ্যায়। সঙ্গীতশিল্পী নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ভাগ করে নিয়েছেন।
রবিবার, এনগেজমেন্ট সেরেছেন প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি আংটির পরা হাতের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘এখন থেকে সারাজীবনের শুরু…’। সমদীপ্তার পরনে ছিল বেগুনি রঙের শাড়ি, হালকা মেকআপ, মানানসই গয়না, হাতে মেহেন্দি। তাঁর সঙ্গীর পড়নে ছিল হলুদ পাঞ্জাবী, মেরুন ধুতী। ছবি দিতেই সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছায় তাঁদের ভরিয়ে তোলে শুভাকাঙ্খীরা।
advertisement
advertisement
বনগাঁর মেয়ে সারেগামাপা-এর মঞ্চে মন জয় করেছিলেন সকলের। তাঁর গানের ভাইরাল ভিডিও দেখে প্রশংসা করেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর। তিনি রিয়েলিটি শো সারেগামাপা-তে সেমি-ফাইনালিস্ট ছিলেন। পরে, পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা অভিনীত ‘ঘরে ফেরার গান’ ছবিতেও গান গেয়েছেন সমদীপ্তা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2023 2:25 PM IST