Suhana Khan: বলিউডে পা রাখার আগেই নামী প্রসাধনী সংস্থার ব্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

Last Updated:

Suhana Khan: নামী প্রসাধনী সংস্থা মেবলিনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখ কন্যা৷ বলিউডে এখনও পা রাখেননি সুহানা, তার আগেই মুকুটে জুড়ল নয়া পালক৷ নামী ব্র্যান্ডের মুখ হতেই শুভেচ্ছার বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়৷

বলিউডে পা রাখার আগেই নামী প্রসাধনী সংস্থার ব্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
বলিউডে পা রাখার আগেই নামী প্রসাধনী সংস্থার ব্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
মুম্বই: শাহরুখ কন্যা সুহানা খান সর্বদাই শিরোনামে। যত দিন যাচ্ছে ততই লাইমলাইটে নজর কাড়ছেন মন্নত-এর রাজকুমারী। অভিনয় জগতে প্রবেশ না করে কীভাবে লাইমলাইটে থাকতে হয় তা বোধহয় সুহানার চেয়ে ভাল আর কেউ জানে না। নামী প্রসাধনী সংস্থা মেবলিনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখ কন্যা৷ বলিউডে এখনও পা রাখেননি সুহানা, তার আগেই মুকুটে জুড়ল নয়া পালক৷ নামী ব্র্যান্ডের মুখ হতেই শুভেচ্ছার বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়৷
সোমবার মুম্বইয়ে প্রথম প্রেস মিটে অংশগ্রহণ করেন শাহরুখ কন্যা৷ বিউটি ব্র্যান্ডের সঙ্গে নাম যুক্ত হতেই পায়ের তলার জমি যেন আরও একটু বেশি শক্ত হল৷ এবার শুধু বলিউডে ডেবিউয়ের অপেক্ষা৷ মেবলিনের ইভেন্টের দিন লাল রঙের একটি স্যুট পরেছিলেন সুহানা৷ লাল টকটকে বেল বটম প্যান্টের সঙ্গে লাল রঙের ক্রপটপ পরেছেন সুহানা৷ ইতিমধ্যেই সুহানার ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ বলি অভিনেতা শাহরুখ খানও নিজের টুইটারে মেয়ের ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ দেখে নিন টুইটটি,
advertisement
advertisement
advertisement
শাহরুখ খান মেয়েকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়ে লিখেছেন- 'মেবিলিনের  জন্য অনেক অভিনন্দন৷ যেমন সুন্দর পোশাক, তেমন ভাল কথা বলা,  পুরোটাই ভাল হয়েছে৷ যদি আমি কিছু ক্রেডিট নিতে পারি তোমাকে এত সুন্দর করে বড় করার জন্য ৷ তোমাকে খুব ভালবাসি'৷ সুহানার এই নয়া জার্নিতে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ বলিউডে পা রাখার আগে সুহানার এই সাফল্যে উচ্ছ্বসিত সকলেই৷ ইভেন্টে এসে সুহানা বলেন,হ্যালো সকলকে৷ এখানে এসে আপনাদের সকলের সঙ্গে দেখা করতে এসে ভীষণই উচ্ছ্বসিত৷ মেবলিনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে ভীষণ আপ্লুত সুহানা৷ স্টারকিডের তকমা ঝেড়ে তিনি এখন লাস্যময়ী। শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিতে প্রস্তুত বছর ২১-র যুবতী সুহানা। স্পটলাইটে থাকতে বরাবরই পছন্দ করেন মন্নতের রাজকুমারী। সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ সুহানা খান। সুহানার বরাবারই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। এবং মেয়ের সেই স্বপ্ন পূরণ করতে চলেছে জোয়া আখতার। দ্য আর্চি -ছবিতেই দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুহানা । এবং ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি। এর আগেও বেশ কিছু শর্টফিল্মে কাজ করেছেন সুহানা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suhana Khan: বলিউডে পা রাখার আগেই নামী প্রসাধনী সংস্থার ব্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement