Salman Khan: সলমনের বুলেট প্রুফ গাড়ির নম্বর প্লেটের মধ্য়েই লুকিয়ে রয়েছে এই সিক্রেট, চমকেই চোখ কপালে ভক্তদের

Last Updated:

Salman Khan: সলমন খানের গাড়িটির প্রতি বেশ আকর্ষণও রয়েছে অনুরাগীদের। জানা গিয়েছে, গাড়ির নম্বর প্লেটের সঙ্গে অভিনেতার একটি বিশেষ সংযোগও রয়েছে।

সলমনের বুলেট প্রুফ গাড়ির নম্বর প্লেটেও রয়েছে চমক, এর মধ্য়েই লুকিয়ে রয়েছে বিরাট সিক্রেট
সলমনের বুলেট প্রুফ গাড়ির নম্বর প্লেটেও রয়েছে চমক, এর মধ্য়েই লুকিয়ে রয়েছে বিরাট সিক্রেট
মুম্বই: সলমন খানকে নিয়ে দিনদিন চিন্তা বেড়েই চলেছে। কারণ বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। অন্য কায়দায় ভাইজানকে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার পর থেকেই রাতারাতি সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারপর থেকেই সলমন খানকে নিয়ে জোরদার চিন্তা বাড়ছে। সম্প্রতি বুলেটপ্রুফ বিলাসবহুল গাড়ির মালিক হয়েছেন সলমন খান। তবে কি জানেন, সলমনের গাড়ির নম্বর প্লেটে এমন একটা চমক রয়েছে, যা অনেকেরই অজানা।
সলমন খানের গাড়িটির প্রতি বেশ আকর্ষণও রয়েছে অনুরাগীদের। জানা গিয়েছে, গাড়ির নম্বর প্লেটের সঙ্গে অভিনেতার একটি বিশেষ সংযোগও রয়েছে। গাড়িটির নম্বর প্লেট ২৭২৭। এবং এটাই হল সলমনের জন্মতারিখ। নিজের জন্মতারিখের সঙ্গে মিল রেখেই বুলেটপ্রুফ গাড়ির নম্বর রেখেছেন সলমন খান। সেভেন সিটের এই এসইউভি গাড়িটির দাম ২ কোটি টাকা। কী কী বিশেষত্ব রয়েছে সলমনের এই বুলেটপ্রুফ বিলাসবহুল গাড়িতে।
advertisement
advertisement
সলমনের এই বুলেটপ্রুফ গাড়তে বি৬ কিংবা বি৭ স্তরের সুরক্ষা রয়েছে ৷ বি৬ ব্যালিস্টিক সুরক্ষার জন্য দারুণ কার্যকরী৷ যেটি একটি ৪১ মিমি পুরু কাচের উচ্চ-ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি ছুটলেও ভিতরে থাকা গাড়ির যাত্রীদের রক্ষা করতে পারে৷ এবং বি৭ ও ৭৮ মিমি পুরু কাঁচের বেষ্টনীতে মোড়া৷ জানা গিয়েছে, সলমনের আগের টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি২০০-এর থেকেও অনেক বেশি নিরাপত্তায় মোড়া৷ আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছেন সলমন খান৷ সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে।যে কোনও সময়েই খুন হয়ে যেত পারেন সলমন খান। সলমনের বান্দ্রার বাড়ির ওপরও চলছিল নিয়মিত নজরদারি। এমনকী রেইকি পর্যন্তও করা হয়েছিল সলমনের বাড়িতে। কোথায়, কখন যাচ্ছেন, কে কখন আসছে ভাইজানের বাড়িতে সবকিছুর উপরই চলছে কড়া নজরদারি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: সলমনের বুলেট প্রুফ গাড়ির নম্বর প্লেটের মধ্য়েই লুকিয়ে রয়েছে এই সিক্রেট, চমকেই চোখ কপালে ভক্তদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement