Satish Kaushik Death: সতীশকে বিষ পান করিয়ে খুন করতে পারেন আমার স্বামী! বিস্ফোরক দাবি ব্যবসায়ী-পত্নীর
- Published by:Teesta Barman
Last Updated:
Satish Kaushik Death: তদন্ত করে দেখা গিয়েছে, সানভি মালুই তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। তা ছাড়া আরও একাধিক মামলা হয়েছে বিকাশের বিরুদ্ধে। মূলত দুবাইতে বাস তাঁর।
নয়াদিল্লি: বলিউডকে শোকস্তব্ধ করে চলে গিয়েছেন অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। ৬৬ বছর বয়সেই পথচলা থেমে গিয়েছে ‘তেরে নাম’ পরিচালকের। পুলিশের প্রাথমিক অনুমান বলছে, চলন্ত গাড়িতেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে। তার আগে এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। শরীরে অস্বস্তি হতে শুরু করলেই গাড়ির চালককে বলে বেরিয়ে যান। কিন্তু হাসপাতালে যাওয়ার পরেই আর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
সদ্যই তাঁর মৃত্যুতে একের পর এক বিস্ফোরক, চাঞ্চল্য তথ্য প্রকাশ্যে আসছে। দিল্লির যে ব্যবসায়ীর ফার্মহাউজে তিনি ছিলেন, তার মালিক নাকি একজন কুখ্যাত ক্রিমিনাল। সে কথা আগেই জানা গিয়েছিল। এমনই সময়ে ব্যবসায়ীন দ্বিতীয় স্ত্রী দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন। যেখানে দাবি করা হয়েছে, তাঁর স্বামীই বিষ খাইয়ে সতীশ কৌশিককে হত্যা করেছেন।
advertisement
advertisement
বিকাশ মালুর স্ত্রী সানভি মালুর চিঠিতে লেখা, তাঁর স্বামীকে সতীশ ১৫ কোটি টাকা ধার দিয়েছিলেন। এবং বিদেশে একবার ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সতীশ। টাকা ফেরত নেওয়ার জন্য। সানভির দাবি, সেই সময়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। ব্যবসায়ী সেই টাকাটা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতিও দেন।
advertisement
সানভির সন্দেহ, তাঁর স্বামীর বাড়িতেই সতীশ অসুস্থ হয়েছেন বলে তাঁর মনে হচ্ছে ব্যবসায়ীই তাঁকে বিষ খাইয়ে খুন করেছেন। এদিকে পুলিশ এখনও পর্যন্ত সেই ফার্মহাউজে কিছু নিষিদ্ধি ওষুধ ছাড়া আর কিছু পায়নি। তাই কোনও মন্তব্য করেনি। সতীশের পরিবারের তরফেও কোনও রকম অভিযোগ দায়ের করা হয়নি।
advertisement
তদন্ত করে দেখা গিয়েছে, সানভি মালুই তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। তা ছাড়া আরও একাধিক মামলা হয়েছে বিকাশের বিরুদ্ধে। মূলত দুবাইতে বাস তাঁর। কিন্তু হোলির জন্য নিজের ফার্মহাউজে পার্টির আয়োজন করেছিলেন ব্যবসায়ী। সদ্য পুলিশের অপরাধ দমন শাখার তদন্তে উঠে এল কিছু রহস্যজনক তথ্য। দিল্লির দক্ষিণ পশ্চিম জেলার পুলিশ সম্প্রতি একটি ফার্মহাউজে তল্লাশি চালিয়েছে। জানা গিয়েছে, সেখানেই কিছু নিষিদ্ধ ওষুধ পাওয়া গিয়েছিল। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশ সতীশের রক্তের ও হার্টের রিপোর্ট পেয়ে যাবে। যা তদন্তে সাহায্য করবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 9:08 AM IST