Satish Kaushik Death: সতীশের মৃত্যুতে রহস্য! ওয়ান্টেড ক্রিমিনালের ফার্মহাউজ পার্টিতেই অসুস্থ অভিনেতা
- Published by:Teesta Barman
Last Updated:
Satish Kaushik Death: সেই ব্যবসায়ী একজন ‘ওয়ান্টেড ক্রিমিনাল’। ধর্ষণের মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর স্ত্রী এফআইআর দায়ের করেছিলেন। সেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ছিল সতীশের। মূলত দুবাইতে বাস তাঁর।
মুম্বই: ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। মৃত্যুর মাত্র দেড় দিন আগেই হোলির রঙে মেতে উঠেছিলেন সতীশ। ৭ মার্চ মুম্বইয়ের জুহুতে জানকি কুটিরে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে পার্টি করেছিলেন অভিনেতা। দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতাল নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছিল, ৮ তারিখ রাতে চলন্ত গাড়িতে হার্ট অ্যাটাক হয় সতীশের। পুলিশের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু সদ্য পুলিশের অপরাধ দমন শাখার তদন্তে উঠে এল কিছু রহস্যজনক তথ্য। দিল্লির দক্ষিণ পশ্চিম জেলার পুলিশ সম্প্রতি একটি ফার্মহাউজে তল্লাশি চালিয়েছে। জানা গিয়েছে, সেখানেই তিনি ছিলেন মৃত্যুর দিন। আপাতত ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।
advertisement
advertisement
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সেই ফার্মহাউজে পার্টি ছিল সেই রাতে। সেই ফার্মহাউজের মালিক আসলে এক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের আছে। পার্টির অতিথি তালিকা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে পুরোদমে।
advertisement
সংবাদমাধ্যমের খবর, সেই ব্যবসায়ী একজন ‘ওয়ান্টেড ক্রিমিনাল’। ধর্ষণের মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর স্ত্রী এফআইআর দায়ের করেছিলেন। সেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ছিল সতীশের। মূলত দুবাইতে বাস তাঁর। কিন্তু হোলির জন্য নিজের ফার্মহাউজে পার্টির আয়োজন করেছিলেন ব্যবসায়ী। সেখানেই কিছু নিষিদ্ধ ওষুধ পাওয়া গিয়েছিল। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশ সতীশের রক্তের ও হার্টের রিপোর্ট পেয়ে যাবে। যা তদন্তে সাহায্য করবে।
advertisement
সেই ফার্মহাউজেই অসুস্থ বোধ করেন সতীশ। গাড়িতে উঠে চালককে হাসপাতালে নিয়ে যেতে বলেন। রাস্তাতেই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি সতীশকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 2:08 PM IST