বজরঙ্গ দলের বিক্ষোভের মুখে বনশালির ‘পদ্মাবতী’
Last Updated:
রাজস্থানে করনি সেনার পর এবার বজরঙ্গ দলের বিক্ষোভের মুখে পড়ল সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মবতী’ ৷ বনশালির এই সিনেমায় ইতিহাস
#মুম্বই: রাজস্থানে করনি সেনার পর এবার বজরঙ্গ দলের বিক্ষোভের মুখে পড়ল সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মবতী’ ৷ বনশালির এই সিনেমায় ইতিহাস বিকৃত করার অভিযোগে আজমেরে বিক্ষোভ দেখালেন বজরঙ্গ দলের সমর্থকরা ৷ এই বিক্ষোভে সামিল হয়েছেন অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভাও ৷
‘বাজিরাও মস্তানি’ সুপারহিট হওয়ার পর এখন সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ নিয়েও উৎসাহ অনেক বেশি সিনেমাপ্রেমীদের মধ্যে ৷ এই ছবির শ্যুটিং এখনও শেষ হয়নি ৷ কিন্তু তারমধ্যেই যা কাণ্ড ঘটল, তাতে স্বভাবতই চাপ বাড়ল প্রযোজক-পরিচালকের উপর ৷ শুক্রবার জয়পুরে পদ্মাবতীর শ্যুটিং সেটে ঢুকে সটান পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে চড় কষালেন কয়েকজন বিক্ষোভকারী ৷ পাশাপাশি সিনেমার সেটে ভাঙচুর চালানোর ছবিও প্রকাশিত হয়েছে ৷
advertisement
জয়পুরের জয়গড় কেল্লাতেই সিনেমার শ্যুটিং সেটে এদিন ধ্বংসলীলা চালায় একদল স্থানীয় জনতা ৷ তারা রাজপুত কার্নি সেনার সদস্য বলেই জানা গিয়েছে ৷
advertisement
পদ্মাবতী ছবিতে রানী পদ্মিনীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে ৷ রাজা রতন সিং শাহীদ কাপুর এবং আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং-কে ৷ ছবিতে রাণী পদ্মিনী এবং আলাউদ্দিন খিলজির প্রেমের দৃশ্য নিয়েই আপত্তি দেখা দিয়েছে ৷ ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে বলেই দাবি বিক্ষোভকারীদের ৷ কারণ ইতিহাস বলছে রাণী পদ্মিনীকে পেতে চিতোরগড় কেল্লায় যখন আলাউদ্দিন হামলা চালান তখন তাঁর সেনাকে আটকান রাণী নিজেই ৷ মৃত্যু এবং পরে আলাউদ্দিন কেল্লা দখল করার আগেই বাকি মহিলাদের সঙ্গেই আত্মহত্যা করেন পদ্মিনী ৷ কিন্তু এই ছবিতে বেশ কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের ৷ ছবি থেকে দীপিকা ও রণবীরের প্রেমের দৃশ্যগুলি সব মুছে ফেলতে হবে ৷ এমনটাই দাবি রাজপুত কার্নি সেনার সদস্যদের ৷ এদিনের ঘটনার পর আর ঝুঁকি না নিয়ে ওই এলাকায় শ্যুটিং বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2017 2:40 PM IST