corona virus btn
corona virus btn
Loading

বজরঙ্গ দলের বিক্ষোভের মুখে বনশালির ‘পদ্মাবতী’

বজরঙ্গ দলের বিক্ষোভের মুখে বনশালির ‘পদ্মাবতী’

রাজস্থানে করনি সেনার পর এবার বজরঙ্গ দলের বিক্ষোভের মুখে পড়ল সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মবতী’ ৷ বনশালির এই সিনেমায় ইতিহাস

  • Share this:

#মুম্বই: রাজস্থানে করনি সেনার পর এবার বজরঙ্গ দলের বিক্ষোভের মুখে পড়ল সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মবতী’ ৷ বনশালির এই সিনেমায় ইতিহাস বিকৃত করার অভিযোগে আজমেরে বিক্ষোভ দেখালেন বজরঙ্গ দলের সমর্থকরা ৷ এই বিক্ষোভে সামিল হয়েছেন অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভাও ৷

‘বাজিরাও মস্তানি’ সুপারহিট হওয়ার পর এখন সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ নিয়েও উৎসাহ অনেক বেশি সিনেমাপ্রেমীদের মধ্যে ৷ এই ছবির শ্যুটিং এখনও শেষ হয়নি ৷ কিন্তু তারমধ্যেই যা কাণ্ড ঘটল, তাতে স্বভাবতই চাপ বাড়ল প্রযোজক-পরিচালকের উপর ৷ শুক্রবার জয়পুরে পদ্মাবতীর শ্যুটিং সেটে ঢুকে সটান পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে চড় কষালেন কয়েকজন বিক্ষোভকারী ৷ পাশাপাশি সিনেমার সেটে ভাঙচুর চালানোর ছবিও প্রকাশিত হয়েছে ৷

জয়পুরের জয়গড় কেল্লাতেই সিনেমার শ্যুটিং সেটে এদিন ধ্বংসলীলা চালায় একদল স্থানীয় জনতা ৷ তারা রাজপুত কার্নি সেনার সদস্য বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন 

‘পদ্মাবতীতে কোনও আপত্তিকর দৃশ্য নেই’: সঞ্জয়লীলা বনশালি

পদ্মাবতী ছবিতে রানী পদ্মিনীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে ৷ রাজা রতন সিং শাহীদ কাপুর এবং আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং-কে ৷ ছবিতে রাণী পদ্মিনী এবং আলাউদ্দিন খিলজির প্রেমের দৃশ্য নিয়েই আপত্তি দেখা দিয়েছে ৷ ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে বলেই দাবি বিক্ষোভকারীদের ৷ কারণ ইতিহাস বলছে রাণী পদ্মিনীকে পেতে চিতোরগড় কেল্লায় যখন আলাউদ্দিন হামলা চালান তখন তাঁর সেনাকে আটকান রাণী নিজেই ৷ মৃত্যু এবং পরে আলাউদ্দিন কেল্লা দখল করার আগেই বাকি মহিলাদের সঙ্গেই আত্মহত্যা করেন পদ্মিনী ৷ কিন্তু এই ছবিতে বেশ কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের ৷ ছবি থেকে দীপিকা ও রণবীরের প্রেমের দৃশ্যগুলি সব মুছে ফেলতে হবে ৷ এমনটাই দাবি রাজপুত কার্নি সেনার সদস্যদের ৷ এদিনের ঘটনার পর আর ঝুঁকি না নিয়ে ওই এলাকায় শ্যুটিং বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী ৷

First published: January 30, 2017, 2:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर