Salman Khan: চোখ ফুলে ঢোল সলমানের, করণের রিসেপশনে তাকাতেই পারছেন না! হল কী? দেখুন ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Salman Khan: রিসেপশনের ভিডিওতে দেখা গিয়েছে, সলমান খানের চোখ ফুলে রয়েছে, পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় চোখ খুলে রাখতে যেন সমস্যা হচ্ছে অভিনেতার।
মুম্বই: ভাইজানের হলটা কী? রবিবার সানি দেওলের ছেলে করণ সিং দেওলের রিসেপশনে সলমান খানকে দেখে এমনই মন্তব্য তাঁর অনুরাগীদের। কেন? কারণ, রিসেপশনের ভিডিওতে দেখা গিয়েছে, সলমান খানের চোখ ফুলে রয়েছে, পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় চোখ খুলে রাখতে যেন সমস্যা হচ্ছে অভিনেতার।
শনিবারই ওটিটি-তে বিগ বসরে প্রিয়িমার হয়েছে সলমান খানের। তারই সঙ্গে চলছে সলমানের পরের ছবি টাইগার থ্রি-এর শ্যুটিং। পর পর টানা শ্যুটের ফলেই হয়তো চোখ ফুলেছে অভিনেতার। যদিও তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। নীল স্যুট পরে রবিবার সলমান উপস্থিত হয়েছিলেন দীর্ঘদিনের বন্ধু সানি দেওলের ছেলে করণের বিয়ের রিসেপশনে। করণ বিয়ে করলেন দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যর সঙ্গে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: সুশান্তকে জাপ্টে ধরে রেখেছেন রিয়া, মৃত্যুদিনে ‘ফাঁস’ পুরনো ভিডিও! দেখুন
সেখানেই সলমানের চোখ ফোলা দেখে চিন্তিত তাঁর ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে সেখানে অনেকেই লিখেছেন, ‘কী হয়েছে ভাইজান আপনার চোখে?’ আবার কারও উদ্বেগ ভরা পোস্ট, ‘চোখ ফুলে রয়েছে, আশা করি ভয়ের কিছু হয়নি’। সানি দেওলের ছেলে করণের বিয়েতে বসেছিল চাঁদের হাট৷ সকালে বিয়ে ও রাতের বেলা গ্র্যান্ড রিসেপশেনে হাজির হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা৷ সেখানেই যান সলমান খানও।
advertisement
আরও পড়ুন: পর্দায় ‘গদর-২’, সানি দেওলের সঙ্গে আর কাকে দেখা যাবে ছবিতে? বিরাট চমক
১৮ জুন রবিবার, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে ধুমধাম করে বিয়ে সারলেন সানি দেওলের ছেলে করণ দেওল ৷ দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন করণ। পুরো পাঞ্জাবী রীতি মেনে বিয়ে করেছেন করণ ও দৃশা৷ মেহেন্দি থেকে সঙ্গীত তারপর জমকালো বিয়ের আসরের সমস্ত ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 2:54 PM IST