Gadar 2 Teaser | Sunny Deol: পর্দায় 'গদর-২', সানি দেওলের সঙ্গে আর কাকে দেখা যাবে ছবিতে? বিরাট চমক

Last Updated:

Gadar 2 Teaser | Sunny Deol: ২০০১ সালে মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি 'গদর এক প্রেম কথা।' আর এবার আসতে চলেছে 'গদর ২।

সানি দেওল
সানি দেওল
কলকাতা: ১২ বছর আগে, ২০০১ সালে মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি ‘গদর এক প্রেম কথা।’ আর এবার আসতে চলেছে ‘গদর ২।’ আগামী ১১ অগাস্ট সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সানি দেওল এবং আমিশা পাটেলের এই ছবি। ছবির টিজার মুক্তি পেল সোমবার।
অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর: এক প্রেম কথা’। রোম্যান্টিক অ্যাকশন ঘরানার এই ছবিতে ফুটে ওঠে তারা সিং এবং সাকিনার গল্প। ফুটে ওঠে দেশভাগের মর্মান্তিক ঘটনার কথা। ধরা পড়ে অশান্ত সময়ের এক মিষ্টি প্রেম কাহিনি। গদর ছবিতে সানিকে এক ট্রাক চালকের চরিত্রে দেখা যায়, যিনি কিনা একজন শিখ ছিলেন। অন্যদিকে ঘটনাচক্রে সাকিনার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই টালমাটাল পরিস্থিতিতে তাঁরা কী করে যুঁঝে ছিলেন সেই গল্পই এই ছবিতে তুলে ধরা হয়েছিল।
advertisement
advertisement
advertisement
এবার সেই ছবির দ্বিতীয় ভাগ তথা সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে। অনিল শর্মাই এই ছবির দ্বিতীয় ভাগের পরিচালনা করেছেন। উৎকর্ষ শর্মাকে এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে। তিনি সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করবেন এখানে। তিনিই আজ থেকে প্রায় ২০ বছর আগে মুক্তি পাওয়া এই গদর ছবিতে সানি, আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন।
advertisement
আরও পড়ুন: গৌতমই ফেরাবেন গৌরব! পঞ্চায়েতের আগে যা চমক দিল তৃণমূল, অনেকেই বলছেন অবিশ্বাস্য!
সানি এবং আমিশা ছাড়া এই ছবিতে অন্য়ান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়া, লব সিনহা। দর্শকদের উপহার দিতে অগাস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে’ গদর ২। নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’গদর এক প্রেম কথা’ ছবির মতোই ‘গদর ২’ ছবিতে পোশাকে খুব একটা বদল আনা হয়নি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gadar 2 Teaser | Sunny Deol: পর্দায় 'গদর-২', সানি দেওলের সঙ্গে আর কাকে দেখা যাবে ছবিতে? বিরাট চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement