Salman Khan: 'আমার মধ্যেই দোষ আছে'! ৫৭-এও বিয়ে হল না, তবে মানসিক ভাবে ভেঙে পড়ছেন সলমন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Salman Khan: সলমন খান কবে বিয়ে করবেন? আদৌ বিয়ে করবেন কি? প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে।
কলকাতা: বলিউডের অন্যতম সফল অভিনেতা। খ্যাতি, যশ, প্রতিপত্তি, অভাব নেই কোনও কিছুরই। সব থাকলেও জীবনে নেই ভালবাসার মানুষ। এ হেন সলমন খান কবে বিয়ে করবেন? আদৌ বিয়ে করবেন কি? প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। 'কিসি কি ভাই কিসি কি জান'-এর প্রচারেও তাঁর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
সলমন বলেন, "যখন ঈশ্বর চাইবেন, তখনই হবে। বিয়ের জন্য দু'জন মানুষ দরকার। প্রথম বার বিয়েটা হয়নি। কারণ আমি যখন হ্যাঁ বলেছিলাম, অন্য জন না বলেছিল। তার পর যখন এক জন হ্যাঁ বলল, আমি না বললাম।"
বিয়ের জন্য এখনও সময় আছে। এমনটাই মনে করেন সলমন। তাঁর কথায়, "এখনও সময় আছে। আমার বয়স ৫৭। এই বিয়েটাই প্রথম আর শেষ হবে। স্ত্রী হবে একজনই।"
advertisement
advertisement
সলমনের জীবনে প্রেম এসেছে বারবার। কিন্তু তাঁর কোনও সম্পর্কই শেষমেশ টেকেনি। এ বিষয়ে তিনি বলেন, "আমার সব প্রাক্তন প্রেমিকারাই ভাল। দোষ আমার মধ্যেই। যখন প্রথম জন চলে গেল, দোষ তার হতে পারত। দ্বিতীয় এবং তৃতীয় জনের ক্ষেত্রেও তা-ই হতে পারে। কিন্তু যখন চতুর্থ জন চলে গেল, সন্দেহ জাগল। সমস্যাটা আদৌ ওদের না আমার। পঞ্চম ক্ষেত্রে হয়ত বিষয়টা ৬০:৪০। কিন্তু যখন অন্যরাও চলে গেল, তখন বুঝলাম দোষটা আমারই।"
advertisement
ভেঙে যাওয়া প্রেম নিয়ে আক্ষেপ নেই, এমনটা নয়। তবে প্রাক্তনরা খুশি থাকুক, এমনটাই চান সলমন।'আমার মধ্যেই দোষ আছে'! ৫৭-এও বিয়ে হল না, তবে মানসিক ভাবে ভেঙে পড়ছেন সলমন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 8:03 AM IST








