Saif Ali Khan Stabbed: সইফের উপর দুষ্কৃতীর রক্তাক্ত আক্রমণ! কেমন আছেন পরিবারের বাকি সদস্যরা? আক্রমণের রাতে কোথায় ছিলেন করিনা? জানুন

Last Updated:

Saif Ali Khan Stabbed:বৃহস্পতিবার সকালে করা হয় অস্ত্রোপচার৷ ডাক্তাররা জানিয়েছেন সফল অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত৷ তাঁর চিকিৎসার জন্য নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমিক সার্জেন লীলা জৈন এবং অ্যানাস্থেশিওলজিস্ট নিশা গান্ধির নেতৃত্বে তৈরি হয়েছে মেডিক্যাল টিম৷

সইফ-করিনার বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
সইফ-করিনার বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
মুম্বই: সইফ আলি খানের আহত হওয়ার ঘটনায় বিবৃতি এল করিনা কাপুরের তরফে৷ অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে সইফের দেহে একাধিক আঘাত রয়েছে৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গতকাল রাতে সইফ আলি খান এবং করিনা কাপুরের বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়৷ সইফের হাতে আঘাত লাগে৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ পরিবারের বাকি সদস্যরা ঠিক আছেন৷’’
সংবাদমাধ্যম এবং অনুরাগীদের কাছেও আর্জি রাখা হয়েছে করিনার তরফে৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংবাদমাধ্যম এবং অনুরাগীদের কাছে আমরা আবেদন করছি ধৈর্য ধরে থাকার৷ পুলিশি তদন্ত চলছে৷ অনুগ্রহ করে কোনও গুজব ছড়াবেন না৷ পাশে থাকার জন্য ধন্যবাদ৷’’
সইফের টিমের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ‘‘সইফ আলি খানের বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়েছে৷ বর্তমানে হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হচ্ছে৷ সংবাদমাধ্যম ও অনুরাগীদের কাছে আমরা ধৈর্য ধরে থাকার অনুরোধ করছি৷ পুলিশের তদন্ত চলছে৷ আমরা পরিস্থিতি নিয়ে আপডেট জানাব৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : আটক মেঝে পালিশ করতে আসা মিস্ত্রিরা, সইফ-করিনার বাড়িতে থাকা সর্বক্ষণের বাকি ৭ কর্মীরও জেরা চলছে
প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে বুধ ও বৃহস্পতিবারের সন্ধিক্ষণে রাত ৩.৩০ নাগাদ ভর্তি করা হয় সইফকে৷ বৃহস্পতিবার সকালে করা হয় অস্ত্রোপচার৷ ডাক্তাররা জানিয়েছেন সফল অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত৷ তাঁর চিকিৎসার জন্য নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমিক সার্জেন লীলা জৈন এবং অ্যানাস্থেশিওলজিস্ট নিশা গান্ধির নেতৃত্বে তৈরি হয়েছে মেডিক্যাল টিম৷
advertisement
সইফ-করিনার বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ জানানো হয়েছে বুধবার রাত ১২ টার পর কেউ সেখানে প্রবেশ করেননি৷ সেই সূত্র থেকে পুলিশের ধারণা, অনেক আগেই বাড়িতে ঢুকে লুকিয়ে সুযোগের অপেক্ষায় ছিল দুষ্কৃতী৷ বাড়ির পরিচারকরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন৷ সে সময় চেঁচামেচিতে চলে আসেন সইফ৷ তাঁর সঙ্গে হাতাহাতি হয় দুষ্কৃতীর৷ তারকাকে মোট ৬ বার ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতী৷ গত দু’দিন ধরে সইফ করিনার বাড়িতে মেঝে পালিশের কাজে যে মিস্ত্রিরা আসছেন, তাঁদের আটক করে জেরা করছে পুলিশ৷ বাড়িতে সর্বক্ষণের বাকি ৭ কর্মীরও জিজ্ঞাসাবাদ চলছে৷
advertisement
আরও পড়ুন : আগে থেকেই সইফের বাড়িতে গোপনে লুকিয়ে অপেক্ষা করছিল হামলাকারী? মধ্যরাতের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল…জানলে শিউরে উঠবেন
প্রসঙ্গত বুধবার রাতে বান্দ্রার বাড়িতে সইফের স্ত্রী করিনা ছিলেন না৷ তিনি ছিলেন দিদি করিশ্মা কাপুরের সঙ্গে৷ সইফকে হাসপাতালে ভর্তি করার ১৫ মিনিট পর দিদি করিশ্মার সঙ্গে সেখানে পৌঁছন করিনা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan Stabbed: সইফের উপর দুষ্কৃতীর রক্তাক্ত আক্রমণ! কেমন আছেন পরিবারের বাকি সদস্যরা? আক্রমণের রাতে কোথায় ছিলেন করিনা? জানুন
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement