Saif Ali Khan Attacked: আটক মেঝে পালিশ করতে আসা মিস্ত্রিরা, সইফ-করিনার বাড়িতে থাকা সর্বক্ষণের বাকি ৭ কর্মীরও জেরা চলছে

Last Updated:

Saif Ali Khan Attacked:বৃহস্পতিবার কাকভোরে ছুরিকাহত, রক্তাক্ত সইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করান তাঁর এক বন্ধু৷ সে সময় তাঁদের সঙ্গে ছিলেন সইফ এবং অমৃতার পুত্র ইব্রাহিমও৷

News18
News18
মুম্বই : সইফ আলি খানের উপর আক্রমণে হতবাক বিনোদন দুনিয়া-সহ গোটা দেশ৷ পুলিশি তদন্তে উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য৷ সূত্র মারফত জানা গিয়েছে মুম্বইয়ের বান্দ্রায় সইফের বাড়িতে সারা রাত লুকিয়ে ছিল দুষ্কৃতী৷ অভিযোগ, ওই দুষ্কৃতী প্রথমে সইফ করিনার ছোট ছেলে জেহ-র ঘরে ঢোকার চেষ্টা করছিল৷ তাকে দেখে কেয়ারটেকার চিৎকার করে ওঠেন৷ তাঁর চিৎকার শুনে তড়িঘড়ি সেখানে পৌঁছন সইফ৷ পুলিশি সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার কাকভোরে, রাত ৩ টে নাগাদ মুম্বইয়ের বান্দ্রায় সইফিনার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়৷ পালাবার আগে সইফের সঙ্গে হাতাহাতিও হয় দুষ্কৃতীর৷
বৃহস্পতিবার কাকভোরে ছুরিকাহত, রক্তাক্ত সইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করান তাঁর এক বন্ধু৷ সে সময় তাঁদের সঙ্গে ছিলেন সইফ এবং অমৃতার পুত্র ইব্রাহিমও৷ তার ১৫ মিনিটের মধ্যেই দিদি করিশ্মা কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছন সইফের স্ত্রী করিনা৷ ঘটনার তদন্ত শুরু করে সইফের কর্মচারীদের জেরা করছেন পুলিশ আধিকারিকরা৷ জানা গিয়েছে বাড়ির একজন মহিলা কর্মীও আহত হয়েছেন এই ঘটনায়৷ সইফের বাড়িতে গত দু’দিন ধরে মেঝে পালিশ করার কাজ চলছে৷ সেই কাজে আসা মিস্ত্রিদের আটক করা হয়েছে৷ তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে৷
advertisement
আরও পড়ুন : আগে থেকেই সইফের বাড়িতে গোপনে লুকিয়ে অপেক্ষা করছিল হামলাকারী? মধ্যরাতের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল…জানলে শিউরে উঠবেন
বান্দ্রায় সইফ-করিনার এই বাড়িতে মোট ৭ জন কর্মী থাকেন সর্বক্ষণ৷ তাঁদের বয়ান রেকর্ড করেছে পুলিশ৷ চলছে জিজ্ঞাসাবাদ৷ কড়া নিরাপত্তা ভেদ করে বহুতলের ১২ তলায়, সইফের থাকার জায়গায় কী করে দুষ্কৃতী পৌঁছল-সেটা ভাবাচ্ছে পুলিশকে৷ প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ঘটনার অনেক আগেই ওই বহুতলে ঢুকে পড়েছিল দুষ্কৃতী৷ তার পর সুযোগ বুঝে ডাকাতির চেষ্টা করে৷ তার সঙ্গে হাতাহাতিতে সইফ জড়িয়ে পড়ে৷
advertisement
advertisement
পালানোর আগে সইফকে ছ’বার ছুরি দিয়ে আঘাত করে দুষ্কৃতী৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তারকার দু’টি আঘাত গুরুতর৷ তার মধ্যে একটি মেরুদণ্ডের কাছে৷ অস্ত্রোপচারের পর অভিনেতা এখন বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan Attacked: আটক মেঝে পালিশ করতে আসা মিস্ত্রিরা, সইফ-করিনার বাড়িতে থাকা সর্বক্ষণের বাকি ৭ কর্মীরও জেরা চলছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement