Saif Ali Khan Stabbed: আগে থেকেই সইফের বাড়িতে গোপনে লুকিয়ে অপেক্ষা করছিল হামলাকারী? মধ্যরাতের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল...জানলে শিউরে উঠবেন

Last Updated:

Saif Ali Khan Stabbed: প্রসঙ্গত মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রা বহু তারকার ঠিকানা৷ সইফের উপর আক্রমণের চাঞ্চল্যকর ঘটনার জেরে কাঠগড়ায় মুম্বই পুলিশ

সইফ আলি খান
সইফ আলি খান
মুম্বই: সইফ আলি খানের উপর আক্রমণে ঘটনায় এখন তীব্র চাঞ্চল্য বিনোদন-সহ দেশের বিভিন্ন মহলে৷ কে আক্রমণ করল তারকাকে? সেই প্রশ্নের উত্তর ঘিরে এখনও ধোঁয়াশা৷ কারণ পুলিশ সূত্রে জানা গিয়েছে মুম্বইয়ের বান্দ্রায় সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই ঘটনার দু’ ঘণ্টা আগে পর্যন্ত কাউকে সেখানে প্রবেশ করতে দেখা যায়নি৷ অর্থাৎ তারও আগে তারকার বাড়িতে ঢুকে আঘাত করার জন্য অপেক্ষা করছিল সেই দুষ্কৃতী৷ পুলিশি তদন্তে জানা গিয়েছে বুধবার এবং বৃহস্পতিবারের সন্ধিক্ষণে রাত ২.৩০ নাগাদ সইফের উপর আক্রমণ করা হয়৷ সিসিটিভি ফুটেজ বলছে, রাত ১২ টার পর অভিনেতার বাড়িতে আর কেউ ঢোকেননি৷ পুলিশের সন্দেহ, তার আগেই বাড়িতে ঢুকে পড়েছিল হামলাকারী৷
প্রসঙ্গত মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রা বহু তারকার ঠিকানা৷ সইফের উপর আক্রমণের চাঞ্চল্যকর ঘটনার জেরে কাঠগড়ায় মুম্বই পুলিশ৷ তাদের বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে৷ অভিনেতার সঙ্গে তার হাতাহাতিও হয়৷ ছুরির আঘাতে আহত অভিনেতার চিকিৎসা চলছে হাসপাতালে৷ এই ঘটনার তদন্ত চলছে৷’’ অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে শর্মিলাপুত্রের দেহে মোট ৬ টি ছুরিকাঘাত আছে৷ সেগুলির মধ্যে দু’টি আঘাত গুরুতর এবং তার মধ্যে একটি শিরদাঁড়ার খুব কাছেই৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন : আঁকিবুঁকিতেই লুকিয়ে ছিল…গোপন ডায়েরির পাতার আবেগঘন পোস্ট হৃতিকের
প্রসঙ্গত এই ঘটনা ঘিরে মুম্বইয়ে রাজনৈতিক টানাপড়েন চরমে৷ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্র সরকারকে নিশানা করে, শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, ‘‘সইফ আলি খানের উপর হামলা আবারও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে৷ ইচ্ছাকৃতভাবে সেলেব্রিটিদের নিশানা করে মুম্বইকে দুর্বল প্রতিপন্ন করার চেষ্টা চলছে।’’ প্রবীণ রাজনীতিবিদ বাবা সিদ্দিককে হত্যা এবং অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার কথাও উল্লেখ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘‘বাবা সিদ্দিকীজীর পরিবার তাঁর মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে এখনও বিচারের অপেক্ষায় রয়েছে। সলমন খানকে একটি বুলেটপ্রুফ বাড়িতে থাকতে বাধ্য করা হয়েছে। এবং এখন বান্দ্রায় সইফ আলি খানের উপর হামলা। এমন একটি এলাকা, যেখানে বসবাসরত সেলিব্রিটিদের সংখ্যা সর্বাধিক৷ যেখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা৷’’ সইফের দ্রুত আরোগ্য কামনা করে প্রিয়াঙ্কার প্রশ্ন, ‘যদি সেলিব্রিটিরাই অসুরক্ষিত হন, তাহলে মুম্বইয়ে নিরাপদ কে?’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan Stabbed: আগে থেকেই সইফের বাড়িতে গোপনে লুকিয়ে অপেক্ষা করছিল হামলাকারী? মধ্যরাতের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল...জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement