সুপার সিঙ্গারে উকুলেলে নিয়ে মন মাতানো গান আতরের, মুগ্ধ রূপম পেলেন পারিবারিক মিল!

Last Updated:

রূপম নিজের পরিবারের সঙ্গে মিল পেলেন আতরের পরিবারের। বাংলা রক গায়কের মা ক্রিস্টান ধর্মাবলম্বী এবং বাবা ইসলামে বিশ্বাসী। ছোট থেকে তিনি মায়ের বাড়িতে থাকতেন।

#কলকাতা: 'তারে বলে দিও সে যেন আসে না'। ২৩ বছরের আতরের গায়কী এবং পারফর্মেন্সে মুগ্ধ 'সুপার সিঙ্গার সিজন ৪'-এর বিচারক থেকে দর্শকমহল। প্রথম বার মঞ্চে পা রেখেছেন তরুণী। তাতেই সকলের মন মাতিয়ে দিলেন এই প্রতিযোগী।
হাতে উকুলেলে নিয়ে তিন বিচারক রূপম ইসলাম, মোনালি ঠাকুর এবং শানের সামনে এই বাংলা গান গাইলেন আতর। তাঁর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেবল তাঁর গানে নয়, বিচারক রূপমের বক্তব্য শুনেও হাততালিতে ফেটে পড়ল মঞ্চ থেকে দর্শকাসন। শুনে নিন তরুণীর গান, দেখে নিন তাঁর পারফর্মেন্স। যে পারফর্মেন্সের কারণে বিচারকদের আসন থেকে তাঁকে 'সুপার ডুপার টপার' তকমা পুরস্কার দেন।
advertisement
advertisement
রূপম নিজের পরিবারের সঙ্গে মিল পেলেন আতরের পরিবারের। বাংলা রক গায়কের মা ক্রিস্টান ধর্মাবলম্বী এবং বাবা ইসলামে বিশ্বাসী। ছোট থেকে তিনি মায়ের বাড়িতে থাকতেন। তাই তাঁর বড় হওয়ার মধ্যে ক্রিস্টান ধর্মের প্রভাব বেশি। নিয়মিত গির্জাতেও যেতেন। তবে বড় হওয়ার পর তিনি নিজে উপলব্ধি করেন, যে কোনও একটি ধর্মে নিজেকে আটকে রাখতে পারছেন না আর তাই এখন তাঁর ধর্ম কেবল একটাই, মানবধর্ম।
advertisement
আতরও ছোট থেকে রূপমের মতো ধর্মের মিশেলেই বড় হয়েছেন। রূপমের মানবধর্মের কথায় উপস্থিত সকলে সাধুবাদ দিয়ে ওঠেন। সঞ্চালক যিশু সেনগুপ্তও মুগ্ধতা প্রকাশ করেন উচ্চস্বরে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুপার সিঙ্গারে উকুলেলে নিয়ে মন মাতানো গান আতরের, মুগ্ধ রূপম পেলেন পারিবারিক মিল!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement