'চিরদিনই তুমি যে আমার...' কলকাতায় এসে প্রিয় বাংলা গান গাইলেন মিলিন্দ সুমন

Last Updated:

Milind Suman in Kolkata: কলকাতায় এসে ভীষণই নস্টালজিক মিলিন্দ

কলকাতায় এসে ভীষণই নস্টালজিক মিলিন্দ
কলকাতায় এসে ভীষণই নস্টালজিক মিলিন্দ
কলকাতা : 'চিরদিনই তুমি যে আমার....' কলকাতা এসে প্রিয় বাংলা গান গাইলেন মিলিন্দ সুমন। মিলিন্দকে ধন্যবাদ জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শীতের সকালে কলকাতায় মিলিন্দ সুমন। ম্যারাথনের জন্য প্রায়শই কলকাতায় আসেন মিলিন্দ। তবে এবার এলেন তাঁর নতুন ছবি 'লকড়বগঘা ' এর জন্য। শহরের এক রুফ টপ ক্যাফেতে ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে গানে -কথায় আড্ডা জমালেন মিলিন্দ। 'লকড়বগঘা ' ছবিটির পরিচালক বঙ্গসন্তান ভিক্টর মুখোপাধ্যায়। ছবির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে কলকাতায়। রয়েছে রবীন্দ্র সঙ্গীত। এমনকি ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এবার দেখানো হয়েছে। তাই ছবির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে কলকাতা ও বাংলা। তাই কলকাতায় এসে ভীষণই নস্টালজিক মিলিন্দ।
হাসতে হাসতে বলেন যে, ম্যারাথনের জন্য যখনই এ শহরে আসেন সকলের সঙ্গে ছবি তোলেন কাউকে ফেরান না তিনি। তবে শর্ত একটাই ছবি তুলতে হলে কুড়ি বার পুশ আপ করতে হবে। বাংলা সেভাবে বলতে না পারলেও খানিকটা বুঝতে পারেন। আর বাংলা গানও তাঁর ফেভারিট। তবে সবথেকে প্রিয় বাংলা গান হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লিপে "চিরদিনই তুমি যে আমার" ।
advertisement
নিজের গলায় সাবলীল ভাবে গানটি গাইলেন মিলিন্দ।  বললেন, "চিরদিনই তুমি যে আমার.... এই গানটি আমার সবচাইতে ফেভারিট বাংলা গান। আমি কলকাতায় এলেই এই গানটি শুনি এবং প্রায় সময়ই মনে মনে গুনগুন করি।"  মিলিন্দের এই ভাললাগাকে স্বাগত জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি মিলিন্দ সুমনকে ধন্যবাদ জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন :  কার্তিককে কেক আদর কৃতী-মনীষার, কিন্তু উপলক্ষটা কী
আমরা জানি যে ভূ ভারতের যেখানেই কোন শোও থাকুক না কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টেজে এই গানটি সব সময় গেয়ে থাকেন। ' অমরসঙ্গী' যেমন তাঁর কেরিয়ারের মাইলস্টোন, তেমনই "চিরদিনই তুমি যে আমার" তাঁর চিরদিনের প্রিয় গান। সেই সঙ্গে বলাই বাহুল্য যে এই গানটি আরও বহু মানুষের প্রিয়। এমনকি বাংলার গণ্ডি ছাড়িয়ে বলিউডে মিলিন্দ সুমনেরও প্রিয়।
advertisement
'লকড়বগঘা 'নিয়ে বলতে গিয়ে মিলিন্দ আরও জানালেন যে, তিনি ছবি করতে ভালবাসেন, তবে সব ধরনের ছবি নয়। তাঁর বয়স এবং পার্সোনালিটির সঙ্গে যে ছবি মানানসই হয় এমন ছবিই তিনি করা পছন্দ করেন। 'লকড়বগঘা ' সেই ধরনেরই একটি ছবি যার চিত্রনাট্য মিলিন্দের মনে ধরেছিল। তাই তিনি এই ছবিটি করার জন্য দ্বিতীয়বার ভাবেননি এবং ছবিটি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। ছবিতে একটা বিশেষ বার্তা রয়েছে, সেটা দর্শকরা অনুধাবন করতে পারলেই তাদের এই ছবিটি করা সার্থক বলে মনে করেন ৫৭ তেও অনুরাগিণীদের হার্টথ্রব মিলিন্দ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'চিরদিনই তুমি যে আমার...' কলকাতায় এসে প্রিয় বাংলা গান গাইলেন মিলিন্দ সুমন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement