কার্তিককে কেক আদর কৃতী-মনীষার, কিন্তু উপলক্ষটা কী

Last Updated:

Kartik Aryan-বির শ্যুটিং শেষ হওয়ার পর আনন্দ মুহূর্তের ছবি তারকারা শেয়ার করেছেন তাঁদের সোশ্যাল মিডিয়ায়৷ এ বছরই মুক্তি পাবে ‘শেহজাদা’

ছবির শ্যুটিং শেষ হওয়ার পর আনন্দ মুহূর্তের ছবি তারকারা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়
ছবির শ্যুটিং শেষ হওয়ার পর আনন্দ মুহূর্তের ছবি তারকারা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়
মুম্বই : এ বার ‘শেহজাদা’-তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে৷ তাঁর সঙ্গে অভিনয় করেছেন কৃতী শ্যানন এবং মনীষা কৈরালাও৷ অল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরামালু’-র রিমেক হবে এই ছবিটি৷ তেলুগু ভাষার মূল ছবিতে পূজা হেগড়ে এবং তব্বু যে দুটি ছবিতে অভিনয় করেছিলেন, হিন্দি সংস্করণে অভিনয় করবেন যথাক্রমে কৃতী ও মনীষা৷ ছবির শ্যুটিং শেষ হওয়ার পর আনন্দ মুহূর্তের ছবি তারকারা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ এ বছরই মুক্তি পাবে ‘শেহজাদা’৷
ছবির শ্যুটিং শেষের আনন্দ পর্বের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কৃতী৷ সেখানে একটি মোনোক্রোম ছবিতে কার্তিক ও পরিচালক রোহিত ধওয়নের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রীকে৷ তবে নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রে আর একটি ছবি৷ যেখানে দেখা যাচ্ছে মনীষা কৈরালা কেক খাওয়ানোর চেষ্টা করছেন কার্তিককে৷ তবে কার্তিকের বিশেষ ইচ্ছে নেই আর কেক খাওয়ার৷ অন্তত ছবি দেখে সেটাই মনে হচ্ছে৷ হতে পারে হয়তো রসিকতার মুডে রয়েছেন অভিনেতা৷
advertisement
আরও পড়ুন :  'নাটু নাটু'-র জয়ে আপ্লুত দেবজ্যোতি, বিক্রমরা! 'ভারত গর্বিত', বলছেন শিল্পীরা
ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন অবশেষে শেষ হল শেহজাদা ছবির শ্যুটিং৷ একসঙ্গে শ্যুটিং করার অপূর্ব যাত্রাপথ শেষ হল বলে তাঁদের মন খারাপ ৷ আবার ছবিটি করতে পেরেছেন বলে আনন্দও হচ্ছে৷ এই ছবির একটি ভিডিও ভার্সনও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী৷ ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রোহিতকেও৷
advertisement
advertisement
ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রনিত রায়৷ তিনিও শ্যুটিঙের শেষ পর্বের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন৷ অল্লু অর্জুন, পূজা হেগড়ে অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’ মুক্তি পেয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাসে৷ তার হিন্দি সংস্করণ ‘শেহজাদা’ মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কার্তিককে কেক আদর কৃতী-মনীষার, কিন্তু উপলক্ষটা কী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement