কার্তিককে কেক আদর কৃতী-মনীষার, কিন্তু উপলক্ষটা কী
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kartik Aryan-বির শ্যুটিং শেষ হওয়ার পর আনন্দ মুহূর্তের ছবি তারকারা শেয়ার করেছেন তাঁদের সোশ্যাল মিডিয়ায়৷ এ বছরই মুক্তি পাবে ‘শেহজাদা’
মুম্বই : এ বার ‘শেহজাদা’-তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে৷ তাঁর সঙ্গে অভিনয় করেছেন কৃতী শ্যানন এবং মনীষা কৈরালাও৷ অল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরামালু’-র রিমেক হবে এই ছবিটি৷ তেলুগু ভাষার মূল ছবিতে পূজা হেগড়ে এবং তব্বু যে দুটি ছবিতে অভিনয় করেছিলেন, হিন্দি সংস্করণে অভিনয় করবেন যথাক্রমে কৃতী ও মনীষা৷ ছবির শ্যুটিং শেষ হওয়ার পর আনন্দ মুহূর্তের ছবি তারকারা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ এ বছরই মুক্তি পাবে ‘শেহজাদা’৷
ছবির শ্যুটিং শেষের আনন্দ পর্বের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কৃতী৷ সেখানে একটি মোনোক্রোম ছবিতে কার্তিক ও পরিচালক রোহিত ধওয়নের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রীকে৷ তবে নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রে আর একটি ছবি৷ যেখানে দেখা যাচ্ছে মনীষা কৈরালা কেক খাওয়ানোর চেষ্টা করছেন কার্তিককে৷ তবে কার্তিকের বিশেষ ইচ্ছে নেই আর কেক খাওয়ার৷ অন্তত ছবি দেখে সেটাই মনে হচ্ছে৷ হতে পারে হয়তো রসিকতার মুডে রয়েছেন অভিনেতা৷
advertisement
আরও পড়ুন : 'নাটু নাটু'-র জয়ে আপ্লুত দেবজ্যোতি, বিক্রমরা! 'ভারত গর্বিত', বলছেন শিল্পীরা
ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন অবশেষে শেষ হল শেহজাদা ছবির শ্যুটিং৷ একসঙ্গে শ্যুটিং করার অপূর্ব যাত্রাপথ শেষ হল বলে তাঁদের মন খারাপ ৷ আবার ছবিটি করতে পেরেছেন বলে আনন্দও হচ্ছে৷ এই ছবির একটি ভিডিও ভার্সনও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী৷ ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রোহিতকেও৷
advertisement
advertisement
ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রনিত রায়৷ তিনিও শ্যুটিঙের শেষ পর্বের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন৷ অল্লু অর্জুন, পূজা হেগড়ে অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’ মুক্তি পেয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাসে৷ তার হিন্দি সংস্করণ ‘শেহজাদা’ মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 11:42 PM IST