'নাটু নাটু'-র জয়ে আপ্লুত দেবজ্যোতি, বিক্রমরা! 'ভারত গর্বিত', বলছেন শিল্পীরা

Last Updated:

সুরকার দেবজ্যোতি মিশ্র নিউজ18 বাংলাকে জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত 'আরআরআর'-এর এই সাফল্যে। বিশেষ করে এম এম কিরাবাণীর জন্য তিনি খুবই খুশি।

#কলকাতা: গোল্ডেন গ্লোবসে সেরা গানের শিরোপা পেয়েছে  'আর আর আর'-এর  'নাটু নাটু'। এক দিকে যেমন সারাদেশ গর্বিত, তেমনই কলকাতার শিল্পীরাও আনন্দিত,গর্বিত এবং উচ্ছ্বসিত। বুধবার সকালে সুসংবাদ আসার  সঙ্গেই কলকাতার সঙ্গীত জগতের ব্যক্তিত্বরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সুরকার দেবজ্যোতি মিশ্র নিউজ18 বাংলাকে জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত 'আরআরআর'-এর এই সাফল্যে। বিশেষ করে এম এম কিরাবাণীর জন্য তিনি খুবই খুশি। কারণ কিরাবাণীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় দেবজ্যোতি মিশ্রের। তিনি বলেন, "আমি ব্যক্তিগত ভাবে এম এম কিরাবাণীকে চিনি। দক্ষিণ ভারতে তাঁর রেকর্ডিংয়ে আমি ভায়োলিনও বাজিয়েছি। আমার কাজকে তিনি বরাবর উৎসাহ দিয়ে এসেছেন।"
advertisement
তিনি আরও যোগ করেন, "আমার করা বেশ কিছু সুর তাঁর খুবই পছন্দ। তিনি বিভিন্ন সময় আমার কাজ নিয়ে তার অনুভূতি জানিয়েছেন। বিশেষ করে 'মেমোরিজ ইন মার্চ 'এর গান তাঁর খুবই পছন্দ হয়েছিল। এই পুরস্কারের গর্ব শুধু মাত্র আমার একার নয়। সারা দেশবাসীর।"
advertisement
মিউজিসিয়ান ও সুরকার বিক্রম ঘোষও উচ্ছ্বসিত। তাঁর কথায়, ''আরআরআর-এর গানের এই সাফল্য অবশ্যই আমাদের গর্বিত করেছে। সেই সঙ্গে এটাও বলব যে, এটা সবে সুদিনের শুরু আরও এরকম বহু পুরস্কার আসার অপেক্ষায় রয়েছি।"
advertisement
বুধবার সকালে শিল্পী শান্তিনিকেতনের ছিলেন শিল্পী তন্ময় বসু। সেখানে এই খবরটি পেয়ে নিউজ18 বাংলার সঙ্গে তাঁর আনন্দ ভাগ করে নেন। বিখ্যাত পার্কাশনিস্ট বলেন,  "এটা অত্যন্ত আনন্দের। রাজামৌলি স্যর এবং এম এম কিরবাণী স্যারকে আমি অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় হিসেবে গর্বও বোধ করছি। দু'জনকে এবং গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা।"
advertisement
গানের জগতের সঙ্গে যুক্ত এই প্রজন্মের শিল্পীরাও ভারতের ঝুলিতে গোল্ডেন গ্লোবস আসায় অত্যন্ত আনন্দিত। গায়ক-সুরকার অনুপম রায় 'আরআরআর'-এর এই সাফল্যে বেজায় খুশি। অন্য দিকে গায়িকা ইমন চক্রবর্তীও খবরটি শুনে ভীষণভাবে আপ্লুত। ভারতীয় হিসেবে যে এটা অত্যন্ত গর্বের, সে বিষয়ে একমত দুই শিল্পী। এছাড়াও শিল্প ও অভিনয় জগতের বহু কলাকুশলীরা 'নাটু নাটু'-র জয়  নিয়ে আনন্দ প্রকাশ করেছেন।  অনেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন। কেউ বা আবার ব্যক্তিগত ব্লগে আনন্দ ভাগ করে নিয়েছেন।
advertisement
'আরআরআর'-এর এই জয়ে আপ্লুত গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সকালে তিনি ট্যুইট করে লেখেন, 'এ এক অভূতপূর্ব সাফল্য।' ছবির শিল্পী এবং কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই সম্মান প্রত্যেকটি ভারতীয়কে গর্বিত করেছে। 'শুধু প্রধানমন্ত্রীই নন। রাজামৌলি এবং তাঁর দলবলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো তারকারাও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'নাটু নাটু'-র জয়ে আপ্লুত দেবজ্যোতি, বিক্রমরা! 'ভারত গর্বিত', বলছেন শিল্পীরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement