এই মানুষটির জন্য ‘নকল জন্মদিন’ সেলিব্রেট করলেন রুক্মিণী মৈত্র

Last Updated:
#কলকাতা: রয়েছে গোলাপি রংয়ের প্রিন্সেস ডল কেক ৷ গোটা ঘরটা সেজে উঠেছে গোলাপি রংয়ের বেলুনে ৷ হাজির গোটা পরিবার ৷ খুশির আমেজ ৷ ‘বার্থ ডে’পার্টি বা জন্মদিনের অনুষ্ঠান বলতে যা বোঝায়, তেমনটাই ৷ সমস্তটাই রয়েছে, শুধুমাত্র ‘জন্মদিন’টাই নকল ৷ কী ব্যাপারটা গুলিয়ে গেল ?
গুলিয়ে যাওয়ারই কথা ৷ ‘নকল জন্মদিন’ তেমনটা আবার হয় নাকি ? হ্যাঁ হয়, বিলকুল হয় ৷ আর তেমনটাই করে দেখালেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র ৷ না কোনও ছবির প্লট নয় ৷ বাস্তবেই নিজের সবচেয়ে প্রিয় মানুষটার জন্য ‘নকল জন্মদিন’সেলিব্রেট করলেন নায়িকা ৷
advertisement
advertisement
আর রুক্মিনীর সেই প্রিয় মানুষটি হলেন তাঁর ভাইঝি আমাইরা ৷ রুক্মিণীর দাদার মেয়েকে আমাইরাকে নিজের মেয়ে বলতেই ভালোবাসেন অভিনেত্রী ৷ আর তাঁর জন্যই ‘নকল জন্মদিন’ পালন করল মৈত্র পরিবার ৷ অবশ্য এই কান্ডটি ঘটানোর পিছনে মূল কাণ্ডারী হলেন ছোট্ট আমাইরা ৷ ওই পুঁচকেই একপ্রকার সবাইকে বাধ্য করেছিল তাঁর ‘মিছি মিছি’জন্মদিন পালন করার জন্য ৷ আর সেই জন্মদিন সেলিব্রেশনের ছবিই নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করছেন রুক্মিণী নিজেই ৷ ছবির নীচে অভিনেত্রীর ক্যাপশন,‘‘যখন সে বলে তাঁর মিছি মিছি জন্মদিন ৷ আর সত্যিই  গোটা পরিবারকে বার্থ ডে পার্টি করার জন্য রাজি করে ফেলে ৷ এটা একমাত্র আমাইরার পক্ষেই সম্ভব ৷ এই শিশু হল রানি ৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই মানুষটির জন্য ‘নকল জন্মদিন’ সেলিব্রেট করলেন রুক্মিণী মৈত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement