George Maharis death : হেপাটাইটিসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত ‘রুট ৬৬’-এর তারকা জর্জ মাহারিস!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
George Maharis death : হেপাটাইটিসের সঙ্গে তাঁর লড়াই আজকের নয়। যৌবন থেকেই এই রোগের সঙ্গে পাঞ্জা লড়ছেন জর্জ। এমনকি বারবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল
ক্যালিফোর্নিয়া: জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘রুট ৬৬’ দিয়ে খ্যাতির সঙ্গে পরিচয় শুরু। ১৯৬০-এর দশক মেতে উঠেছিল হার্টথ্রবের জাদুকাঠির ছোঁয়ায়। সেই জর্জ মাহারিস আর নেই। প্রয়াত আমেরিকার যুবকদের আইকন। মাহারিসের বন্ধু এবং কর্মী মার্ক বাহান ফেসবুকে পোস্ট করে জানান, তিনি বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
বাহান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বাড়িতে প্রয়াত হয়েছেন জর্জ। হেপাটাইটিসে ভুগেই চলে গেলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর।
advertisement
‘রুট ৬৬’-এর প্রথম তিনটি সিজনে বুজ মারডকের চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ। তার পরে আরও একটি টেলিভিশন সিরিজ ‘দ্য মোস্ট ডেডলি গেম’-এ অভিনয় করেন তিনি। তা ছাড়াও গায়ক হিসেবে যথেষ্ট জনপ্রিয় এই তারকা। একাধিক পপ মিউজিক অ্যালবাম রয়েছে তাঁর। নিউ ইয়র্কেই তাঁর জন্ম হলেও মা-বাবা ছিলেন গ্রীক অভিবাসী। হেলস কিচেনে বড় হয়েছেন আরও সাত ভাই-বোনের সঙ্গে।
advertisement
হেপাটাইটিসের সঙ্গে তাঁর লড়াই আজকের নয়। যৌবন থেকেই এই রোগের সঙ্গে পাঞ্জা লড়ছেন জর্জ। এমনকি বারবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল। শুধু তা-ই নয়, তৃতীয় সিজনের পর ‘রুট ৬৬’ শো-টি ছেড়ে বেরিয়ে আসার কারণ নাকি তাঁর স্বাস্থ্যই। তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিজের স্বাস্থ্যের দিকে মন দিতে চান বলেই ঘণ্টার পর ঘণ্টা শ্যুট করা সম্ভব নয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 8:05 AM IST