George Maharis death : হেপাটাইটিসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত ‘রুট ৬৬’-এর তারকা জর্জ মাহারিস!

Last Updated:

George Maharis death : হেপাটাইটিসের সঙ্গে তাঁর লড়াই আজকের নয়। যৌবন থেকেই এই রোগের সঙ্গে পাঞ্জা লড়ছেন জর্জ। এমনকি বারবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল

জর্জ মাহারিস প্রয়াত
জর্জ মাহারিস প্রয়াত
ক্যালিফোর্নিয়া: জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘রুট ৬৬’ দিয়ে খ্যাতির সঙ্গে পরিচয় শুরু। ১৯৬০-এর দশক মেতে উঠেছিল হার্টথ্রবের জাদুকাঠির ছোঁয়ায়। সেই জর্জ মাহারিস আর নেই। প্রয়াত আমেরিকার যুবকদের আইকন। মাহারিসের বন্ধু এবং কর্মী মার্ক বাহান ফেসবুকে পোস্ট করে জানান, তিনি বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
বাহান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বাড়িতে প্রয়াত হয়েছেন জর্জ। হেপাটাইটিসে ভুগেই চলে গেলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর।
advertisement
‘রুট ৬৬’-এর প্রথম তিনটি সিজনে বুজ মারডকের চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ। তার পরে আরও একটি টেলিভিশন সিরিজ ‘দ্য মোস্ট ডেডলি গেম’-এ অভিনয় করেন তিনি। তা ছাড়াও গায়ক হিসেবে যথেষ্ট জনপ্রিয় এই তারকা। একাধিক পপ মিউজিক অ্যালবাম রয়েছে তাঁর। নিউ ইয়র্কেই তাঁর জন্ম হলেও মা-বাবা ছিলেন গ্রীক অভিবাসী। হেলস কিচেনে বড় হয়েছেন আরও সাত ভাই-বোনের সঙ্গে।
advertisement
হেপাটাইটিসের সঙ্গে তাঁর লড়াই আজকের নয়। যৌবন থেকেই এই রোগের সঙ্গে পাঞ্জা লড়ছেন জর্জ। এমনকি বারবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল। শুধু তা-ই নয়, তৃতীয় সিজনের পর ‘রুট ৬৬’ শো-টি ছেড়ে বেরিয়ে আসার কারণ নাকি তাঁর স্বাস্থ্যই। তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিজের স্বাস্থ্যের দিকে মন দিতে চান বলেই ঘণ্টার পর ঘণ্টা শ্যুট করা সম্ভব নয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
George Maharis death : হেপাটাইটিসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত ‘রুট ৬৬’-এর তারকা জর্জ মাহারিস!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement