Telugu Actor Sharwanand: গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কবলে নায়ক সর্বানন্দ! সদ্যই বাগদান সেরেছেন তারকা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Telugu Actor Sharwanand: সদ্যই বাগদান সেরেছেন তেলুগু তারকা। পাত্রী, আমেরিকাবাসী ভারতীয় আইটি কর্মী। তার পরেই এই দুর্ঘটনায় ভয় পেয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা।
হায়দরাবাদ: পথ দুর্ঘটনার কবলে সর্বানন্দ। হায়দরাবাদের জুবিলি হিলসের রাস্তায় তেলুগু সুপারস্টারের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে। তার পরেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নায়কের জন্য দুশ্চিন্তায় তাঁর ভক্তরা। সদ্যই নিজের স্বাস্থ্য সম্পর্কে একটি বিবৃতি জারি করেন অভিনেতা।
জানা গিয়েছে, হায়দরাবাদের ফিল্মনগরের কাছে হঠাৎ সর্বানন্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনার পরেই স্থানীয়রাই নায়কের উদ্ধারে এগিয়ে আসেন। তাঁরাই ফার্স্ট এইড করেন এবং হাসপাতালে নিয়ে যান। খবর ছড়িয়ে পড়ে দ্রুত। আতঙ্কিত হয়ে পড়েন তাঁর ভক্তরা। তবে তিনি সকলকে আশ্বস্ত করতে একটি পোস্ট করেন।
advertisement
advertisement
There has been news that my car met with an accident this morning. It was a very minor incident.
I am absolutely safe and sound at Home with all your love and blessings. There is nothing to worry about. Thank you all for your concern.
Have a great Sunday everyone.
— Sharwanand (@ImSharwanand) May 28, 2023
advertisement
সর্বানন্দ লেখেন, ‘আমাকে নিয়ে পথ দুর্ঘটনার একটি খবর ছড়িয়েছে আজ। দুর্ঘটনাটি খুব গুরুতর কিছু ছিল না। একদম ঠিক আছি, বাড়িতেই আছি নিরাপদে। সকলের ভালবাসা ও আশীর্বাদে আমি সু্স্থ। দুশ্চিন্তার কোনও কারণ নেই। সকলকে ভালবাসা জানাই আমাকে স্বাস্থ্য নিয়ে ভাবার জন্য। রবিবারে সকলের ভাল কাটুক।’
Actor Sharwanand was met with minor accident, but everyone is safe and no one was hurt – Team Sharwanand pic.twitter.com/JTA0Cn75br
— The Dhasha (@thedhasha) May 28, 2023
advertisement
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সর্বানন্দের গাড়ির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে পার্ক করানো আছে গাড়িটি। এয়ার ব্যাগগুলি বার করা হয়েছে। দেখেই মন হবে যে দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল।
সদ্যই বাগদান সেরেছেন তেলুগু তারকা। পাত্রী, আমেরিকাবাসী ভারতীয় আইটি কর্মী। তার পরেই এই দুর্ঘটনায় ভয় পেয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 10:43 PM IST