আশিস বিদ্যার্থীর নতুন বউ রূপালিকে চেনেন?

৫৭ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। নববধূর নাম, রূপালি বড়ুয়া।

জানা গিয়েছে, তিনি অসমের কন্যা। বয়স ৫০। রূপালির নিজের ফ্যাশন সংস্থা রয়েছে। 

কলকাতার এক হ্যান্ডলুম ফ্যাশন স্টোরের মালিক। ফ্যাশন শ্যুট করার সময়ে রূপালির সঙ্গে আশিসের আলাপ।

সেই সময়েই ফোন নম্বর দেওয়া-নেওয়া, বন্ধুত্ব, এবং প্রেম। তার পর আরও কয়েক বছরের সম্পর্কের পর বিয়ে।

২২ বছরের দাম্পত্যে ইতি টেনে ফের সংসার সাজিয়েছেন অভিনেতা।

প্রাক্তন স্ত্রী রাজশী বাংলার অন্যতম অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা। তাঁদের ছেলের নাম, অর্থ বিদ্যার্থী।

শোনা গিয়েছে, রূপালিও এর আগে এক চিকিৎসকের সঙ্গে বিয়ে করেছিলেন। লন্ডনেই থাকতেন তিনি। 

অসমের ভূমিপুত্র মিতম বড়ুয়ার সঙ্গে বিয়ে করে রূপালিও ইংল্যান্ডেই থাকতেন। একাধিক সংবাদমাধ্যমের খবর, রূপালির স্বামীর মৃত্যু হয় অকালে। 

তার পরই রূপালি কলকাতায় ফিরে আসেন। আশিসের মতো তাঁরও এক সন্তান। মায়ের বিয়েতে খুদেও মহা আনন্দে উপস্থিত ছিল।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন