জমল না ‘জুলফিকার’-এর প্রথম প্রোমো
Last Updated:
‘কায়ের হ্যায় যো ও হাজারবার মরতে হ্যায়...’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জবানিতে শুরু হল ‘জুলফিকার’-এর প্রথম ঝলক ৷ বাঙালি টানে হিন্দি ভয়েস ওভার আর খিদিরপুর ডক, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ জুড়ে চেজিং-এর টুকরো টুকরো দৃশ্যের ঝলকে ধরা পড়ল সৃজিত মুখোপাধ্যায়ের হাই-অ্যাম্বিয়াস প্রোজেক্ট ‘জুলফিকার’ ৷ সেরকমভাবে মন কাড়তে পারল না ‘জুলফিকার’ প্রথম ঝলক ৷ বলিউডি মাফিয়া ছবির ধাঁচে দুঃসাহসী বাইক স্ট্যান্ট, গঙ্গার বুকে স্পিড বোটে চেপে মাফিয়া মিটিং, দাঙ্গা, ডকে রাখা কন্টেনারের উপর দিয়ে চেজিং সিন বহুবার বড় পর্দায় দেখা বিভিন্ন বলিউডি অ্যাকশন সিনেমার দৃশ্যগুলোকে মনে করাল ৷
#কলকাতা: ‘কায়ের হ্যায় যো ও হাজারবার মরতে হ্যায়...’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জবানিতে শুরু হল ‘জুলফিকার’-এর প্রথম ঝলক ৷ বাঙালি টানে হিন্দি ভয়েস ওভার আর খিদিরপুর ডক, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ জুড়ে চেজিং-এর টুকরো টুকরো দৃশ্যের ঝলকে ধরা পড়ল সৃজিত মুখোপাধ্যায়ের হাই-অ্যাম্বিয়াস প্রোজেক্ট ‘জুলফিকার’ ৷ সেরকমভাবে মন কাড়তে পারল না ‘জুলফিকার’ প্রথম টিজার ৷ বলিউডি মাফিয়া ছবির ধাঁচে দুঃসাহসী বাইক স্ট্যান্ট, গঙ্গার বুকে স্পিড বোটে চেপে মাফিয়া মিটিং, দাঙ্গা, ডকে রাখা কন্টেনারের উপর দিয়ে চেজিং সিন বহুবার বড় পর্দায় দেখা বিভিন্ন বলিউডি অ্যাকশন সিনেমার দৃশ্যগুলোকে মনে করাল ৷
শেক্সপিয়ার ক্লাসিক নিয়ে এটাই হতে চলেছে সৃজিতের প্রথম কাজ ৷ ‘জুলিয়াস সিজার’-য়ের সঙ্গে ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’, শেক্সপিয়ারের এই দুই হাই-ড্রামা অবলম্বনে তৈরি সৃজিতের এই স্ক্রিপ্ট ৷ প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় বিভিন্ন চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ, দেব, যিশু, পরমব্রত, সৃজিত, অঙ্কুশ, কৌশিক সেন ৷ পোর্সিয়ার চরিত্রে রয়েছেন জুন ৷ কালপুর্নিয়া হিসেবে দেখতে পাওয়া যাবে পাওলিকে ৷ আর ক্লিওপেট্রার জন্য সৃজিতের বাছাই নুসরত জাহান ৷ মাল্টি-স্টারার ‘জুলফিকার’ রিলিজ করছে এবছর পুজোয় ৷ প্রথম ঝলকে হতাশ করলেও ‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’, ‘রাজকাহিনী’-এর সফল ডিরেক্টরের থেকে অনেক আশা রয়েছে দর্শকের ৷
advertisement
#Zulfiqar Teaser out now. https://t.co/hA6rZTrk2j
— Venkatesh Films (@VenkateshFilms) March 26, 2016
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2016 4:25 PM IST