Rekha || Amitabh Bachchan: বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম... অমিতাভকে খোঁচা দিয়ে এ কী মন্তব্য রেখার, অবাক সকলেই
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Rekha || Amitabh Bachchan: অনুষ্ঠানের সঞ্চালক এবং বলিউড অভিনেতা জয় ভানুশালী মজার ছলে প্রশ্ন রেখেছিলেন রেখা এবং নেহা কক্করের কাছে। জানতে চান, তাঁরা কখনও কোনও বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন কি না।
কলকাতা: ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই রাখঢাক নেই তাঁর। যা মনে, তা-ই বলে দিতে পারেন। এ ভাবে নিজের কথায় মুগ্ধতা ছড়ান রেখা। অতীত, প্রেম, বিরহ, এ সব নিয়েই আবেগের ঝাঁপি উপুড় করেছেন তিনি।
বছর দুয়েক আগের কথা। ‘ইন্ডিয়ান আইডল’-এ অতিথি বিচারক হয়ে এসেছিলেন রেখা। সেখানেও ভেঙে যাওয়া প্রেম নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের সঞ্চালক এবং বলিউড অভিনেতা জয় ভানুশালী মজার ছলে প্রশ্ন রেখেছিলেন রেখা এবং নেহা কক্করের কাছে। জানতে চান, তাঁরা কখনও কোনও বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন কি না। যেন এই প্রশ্নেরই অপেক্ষা করছিলেন অভিনেত্রী। অপেক্ষা না করেই তাঁর সংক্ষিপ্ত উত্তর, “এ বিষয়ে আমাকে জিজ্ঞাসা করুন।” রেখার কথা শুনেই খানিক অবাক হন জয়। পরিস্থিতি সামলে নিয়ে রেখা বলে ওঠেন, “আমি কিন্তু কিছুই বলিনি।”
advertisement
আরও পড়ুন: হু হু কমল নম্বর! IPL-ঝড়ে বোল্ড আউট বাংলা মেগা, সূর্য-দীপা থেকে জগদ্ধাত্রী সবাই ফেল এই মেগার কাছে!
advertisement
স্পষ্ট করে কিছুই বলেননি রেখা। তবে তাঁর অভিব্যক্তিই যেন বুঝিয়ে দিল সব। রেখা যে তাঁর এবং অমিতাভ বচ্চনের অতীতের কিস্সার দিকে ইঙ্গিত করছেন, তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন অভিনেত্রী।
advertisement
শোনা যায়, একসঙ্গে কাজের সুবাদে অমিতাভের প্রেমে পড়েছিলেন রেখা। তখন যদিও তিনি বিবাহিত। সংসার বাঁচানোর তাগিদে নাকি রেখার থেকে দূরে সরে গিয়েছিলেন অমিতাভ। তবে অনেকেই মনে করেন, রেখার মনে অমিতাভের জন্য প্রেম আজও অমলিন। রেখাও যেন বারবার তা-ই বুঝিয়ে দিতে চান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 09, 2023 10:09 AM IST










